খুলনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খুলনায় তালাকের প্রতিশোধ হিসেবে সাবেক স্ত্রী সুলতানাকে (২৫) ছুরিকাঘাতে খুন করেছেন নুরুল হক নামের এক যুবক।শনিবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মুন্সিপাড়া রোডের দ্বিতীয় গলিতে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল।

জানা গেছে, ওই রোডের ‘ইচ্ছা পাশা’ বুটিক হাউজে কাজ শেষে বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা নুরুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল হক চানমারী বাজারের আব্দুল খালেকের ছেলে।সুলতানার স্বজনরা জানান, গত ১৮ জানুয়ারি সুলতানা তার স্বামীকে তালাক দেয়। এরপর থেকেই নুরুল হক বিভিন্ন সময় সুলতানাকে হুমকি দিয়ে আসছিলো। এ ব্যাপারে সুলতানা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন বলেও নিহতের স্বজনরা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত !

আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

খুলনায় তালাকের প্রতিশোধ হিসেবে সাবেক স্ত্রী সুলতানাকে (২৫) ছুরিকাঘাতে খুন করেছেন নুরুল হক নামের এক যুবক।শনিবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মুন্সিপাড়া রোডের দ্বিতীয় গলিতে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল।

জানা গেছে, ওই রোডের ‘ইচ্ছা পাশা’ বুটিক হাউজে কাজ শেষে বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা নুরুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল হক চানমারী বাজারের আব্দুল খালেকের ছেলে।সুলতানার স্বজনরা জানান, গত ১৮ জানুয়ারি সুলতানা তার স্বামীকে তালাক দেয়। এরপর থেকেই নুরুল হক বিভিন্ন সময় সুলতানাকে হুমকি দিয়ে আসছিলো। এ ব্যাপারে সুলতানা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন বলেও নিহতের স্বজনরা জানান।