আমেরিকার শীর্ষ ১০ অপরাধের শহর!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রতিবছর আমেরিকায় শীর্ষ অপরাধের শহরের তালিকা করে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। ডাকাতি, ধর্ষণ, গুরুতর নির্যাতন বা লাঞ্চনার ঘটনা, খুন ও বিভিন্ন ছোট-বড় অপরাধকে হিসেবে রেখে তালিকাটি করা হয়। এ বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ বা বিপজ্জনক শহর হিসেবে সেন্ট লুইসকে চিহ্নিত করেছে এফবিআই। ১ লাখ অধিবাসী রয়েছে তেমন শহরগুলো তালিকায় স্থান পেয়েছে।

এফবিআই প্রকাশিত যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ অপরাধপ্রবণ শহরের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে মেমফিস। গত বছর অপরাধপ্রবণ শহরের তালিকায় শীর্ষস্থানে ছিল ডেট্রয়েট শহর। এবারে তা রয়েছে তালিকার তৃতীয়স্থানে। এরপর চতুর্থ থেকে দশমস্থান পর্যন্ত থাকা শহরগুলো হলো যথাক্রমে-আলাবামার বার্মিংহাম, ইলিনয়সের রকফোর্ড, মেরিল্যান্ডের বাল্টিমোর, ক্যালিফোর্নিয়ার স্টকটন, উইসকনসিনের মিলাউকি, ক্লিভল্যান্ডের ওহিয়ো এবং কানেক্টিকাটের হার্টফোর্ড শহর।

ছবিতে দশটি শহরের মানচিত্র দেখানো হয়েছে। প্রথমে অবস্থান করছে সেন্ট লুইস দ্বিতীয়তে মেমফিস ও তারপর ডেট্রয়েট শহর।

মূলত নির্দিষ্ট জনসংখ্যার ভিত্তিতে নির্বচিত শহরগুলো নিয়ে এই তালিকা তৈরি করেছে এফবিআই। কম করেও ১ লাখ অধিবাসী রয়েছে তেমন শহরগুলো স্থান পেয়েছে এফবিআই তালিকায়। যে কারণে ভারমোন্ট, ওয়েস্ট ভার্জিনিয়ার মতো শহরগুলোকে এই তালিকায় বিবেচনা করা হয়নি। তবে লিটল রক, আরকানসাসের মতো শহরগুলোর জনসংখ্যা ২ লাখের কাছাকাছি কিংবা রোচেস্টার ও সেন্ট পল শহরগুলোর জনসংখ্যা ১ লাখের বেশি হলেও এগুলো এফবিআই তালিকায় স্থান পায়নি। তাই যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ অপরাধের শহর হিসেবে এফবিআই প্রকাশিত তালিকাকে ত্রুটিমুক্ত বলে মেনে নিতে আপত্তি রয়েছে অনেকের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমেরিকার শীর্ষ ১০ অপরাধের শহর!

আপডেট সময় : ১১:১০:৫৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

প্রতিবছর আমেরিকায় শীর্ষ অপরাধের শহরের তালিকা করে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। ডাকাতি, ধর্ষণ, গুরুতর নির্যাতন বা লাঞ্চনার ঘটনা, খুন ও বিভিন্ন ছোট-বড় অপরাধকে হিসেবে রেখে তালিকাটি করা হয়। এ বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ বা বিপজ্জনক শহর হিসেবে সেন্ট লুইসকে চিহ্নিত করেছে এফবিআই। ১ লাখ অধিবাসী রয়েছে তেমন শহরগুলো তালিকায় স্থান পেয়েছে।

এফবিআই প্রকাশিত যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ অপরাধপ্রবণ শহরের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে মেমফিস। গত বছর অপরাধপ্রবণ শহরের তালিকায় শীর্ষস্থানে ছিল ডেট্রয়েট শহর। এবারে তা রয়েছে তালিকার তৃতীয়স্থানে। এরপর চতুর্থ থেকে দশমস্থান পর্যন্ত থাকা শহরগুলো হলো যথাক্রমে-আলাবামার বার্মিংহাম, ইলিনয়সের রকফোর্ড, মেরিল্যান্ডের বাল্টিমোর, ক্যালিফোর্নিয়ার স্টকটন, উইসকনসিনের মিলাউকি, ক্লিভল্যান্ডের ওহিয়ো এবং কানেক্টিকাটের হার্টফোর্ড শহর।

ছবিতে দশটি শহরের মানচিত্র দেখানো হয়েছে। প্রথমে অবস্থান করছে সেন্ট লুইস দ্বিতীয়তে মেমফিস ও তারপর ডেট্রয়েট শহর।

মূলত নির্দিষ্ট জনসংখ্যার ভিত্তিতে নির্বচিত শহরগুলো নিয়ে এই তালিকা তৈরি করেছে এফবিআই। কম করেও ১ লাখ অধিবাসী রয়েছে তেমন শহরগুলো স্থান পেয়েছে এফবিআই তালিকায়। যে কারণে ভারমোন্ট, ওয়েস্ট ভার্জিনিয়ার মতো শহরগুলোকে এই তালিকায় বিবেচনা করা হয়নি। তবে লিটল রক, আরকানসাসের মতো শহরগুলোর জনসংখ্যা ২ লাখের কাছাকাছি কিংবা রোচেস্টার ও সেন্ট পল শহরগুলোর জনসংখ্যা ১ লাখের বেশি হলেও এগুলো এফবিআই তালিকায় স্থান পায়নি। তাই যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ অপরাধের শহর হিসেবে এফবিআই প্রকাশিত তালিকাকে ত্রুটিমুক্ত বলে মেনে নিতে আপত্তি রয়েছে অনেকের।