‘জাতিসংঘ উইমেন গীল্ড’ ক্যালেন্ডারের প্রচ্ছদ আঁকলেন রানু ফেরদৌস !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৬:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশসহ পিছিয়ে পড়া বিশ্বের দরিদ্র শিশুদের কল্যাণে কর্মরত ‘জাতিসংঘ উইমেন্স গীল্ড’র ৭০ বছর পূর্তির ক্যালেন্ডারের প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশী-আমেরিকান রানু ফেরদৌস। জাতিসংঘ সদর দফতরের নিকটে কুইন্স গ্রুপের পরিচালক রানু ফেরদৌস বক্তিগভাবে আর্টিস্ট না হয়েও মানবতার কল্যাণকর ছবি আঁকার চেষ্টা করেন
এর আগেও ওই সংস্থার ২০০৫ ও ২০০৯ সালের ক্যাালন্ডারে রানুর আঁকা ছবি স্থান পেয়েছিল।

২০১৮ সাল হবে সংস্থাটির ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে প্রকাশিত বিশেষ এই ক্যালেন্ডারের মূল্য ধার্য করা হয়েছে ১২ ডলার। তা বিক্রি হচ্ছে জাতিসংঘ সদর দফতরের ভিজিটর্স এলাকায় উইমেন গীল্ডের নিজস্ব দোকানে। সেখানে আরো অনেক কিছুই বিক্রি হয় এবং আয়ের সমূদয় অর্থ প্রদান করা হয় দরিদ্র শিশুদের।

এই ক্যালেন্ডারের প্রকাশনা উৎসব হয়েছে গত মাসের শেষের দিকে। সেসময় সেখানে উইমেন গীল্ডের শীর্ষ কর্মকর্তা ছাড়াও ছিলেন মানব কল্যাণে নিয়োজিতরা। তারা রানু ফেরদৌসের চিন্তা-ধারার প্রশংসা করেন। অনুষ্ঠানে আগতরা নগদ অর্থ দিয়ে ক্যালেন্ডার ক্রয়ের সময় রানু ফেরদৌসের অটোগ্রাফও সংগ্রহ করেন

রানু ফেরদৌস এ প্রসঙ্গে এ বলেন, ‘উইমেন গীল্ডে’র অনুদান পেয়েছে বাংলাদেশের ফারিয়া লারা ফাউন্ডেশন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, উৎস বাংলাদেশ-সহ কয়েকটি সংস্থা। গত ১৭ বছর যাবত এই সংস্থার সাথে কর্মরত রানু ফেরদৌস যখনই বাংলাদেশ সফর করেন, তখনই এসব সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং উইমেন গীল্ডের চেক হস্তান্তর করেন।

রানু ফেরদৌস জানান, উইমেন গীল্ডের তহবিলে সহায়তা করতে আগ্রহীরা ওয়েবসাইটেও এই ক্যালেন্ডারের অর্ডার দিতে পারেন।

ট্যাগস :

‘জাতিসংঘ উইমেন গীল্ড’ ক্যালেন্ডারের প্রচ্ছদ আঁকলেন রানু ফেরদৌস !

আপডেট সময় : ১২:৩৬:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশসহ পিছিয়ে পড়া বিশ্বের দরিদ্র শিশুদের কল্যাণে কর্মরত ‘জাতিসংঘ উইমেন্স গীল্ড’র ৭০ বছর পূর্তির ক্যালেন্ডারের প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশী-আমেরিকান রানু ফেরদৌস। জাতিসংঘ সদর দফতরের নিকটে কুইন্স গ্রুপের পরিচালক রানু ফেরদৌস বক্তিগভাবে আর্টিস্ট না হয়েও মানবতার কল্যাণকর ছবি আঁকার চেষ্টা করেন
এর আগেও ওই সংস্থার ২০০৫ ও ২০০৯ সালের ক্যাালন্ডারে রানুর আঁকা ছবি স্থান পেয়েছিল।

২০১৮ সাল হবে সংস্থাটির ৭০ বছর পূর্তি। সে উপলক্ষে প্রকাশিত বিশেষ এই ক্যালেন্ডারের মূল্য ধার্য করা হয়েছে ১২ ডলার। তা বিক্রি হচ্ছে জাতিসংঘ সদর দফতরের ভিজিটর্স এলাকায় উইমেন গীল্ডের নিজস্ব দোকানে। সেখানে আরো অনেক কিছুই বিক্রি হয় এবং আয়ের সমূদয় অর্থ প্রদান করা হয় দরিদ্র শিশুদের।

এই ক্যালেন্ডারের প্রকাশনা উৎসব হয়েছে গত মাসের শেষের দিকে। সেসময় সেখানে উইমেন গীল্ডের শীর্ষ কর্মকর্তা ছাড়াও ছিলেন মানব কল্যাণে নিয়োজিতরা। তারা রানু ফেরদৌসের চিন্তা-ধারার প্রশংসা করেন। অনুষ্ঠানে আগতরা নগদ অর্থ দিয়ে ক্যালেন্ডার ক্রয়ের সময় রানু ফেরদৌসের অটোগ্রাফও সংগ্রহ করেন

রানু ফেরদৌস এ প্রসঙ্গে এ বলেন, ‘উইমেন গীল্ডে’র অনুদান পেয়েছে বাংলাদেশের ফারিয়া লারা ফাউন্ডেশন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, উৎস বাংলাদেশ-সহ কয়েকটি সংস্থা। গত ১৭ বছর যাবত এই সংস্থার সাথে কর্মরত রানু ফেরদৌস যখনই বাংলাদেশ সফর করেন, তখনই এসব সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং উইমেন গীল্ডের চেক হস্তান্তর করেন।

রানু ফেরদৌস জানান, উইমেন গীল্ডের তহবিলে সহায়তা করতে আগ্রহীরা ওয়েবসাইটেও এই ক্যালেন্ডারের অর্ডার দিতে পারেন।