জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনার যোগদান নিয়ে ব্রিফিং !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৮:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘে ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের বিষয়ে ব্রিফিং করেছেন আমেরিকায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

আগামী ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ করতে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাছেন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি। সে আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় জোরালো বক্তব্য উপস্থাপন করবেন। বাস্তবতার আলোকে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্যে কিছু প্রস্তাবও পেশ করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শেখ হাসিনা ৫২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন বলে জানান রাষ্ট্রদূত মাসুদ।

জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে ১৯ সেপ্টেম্বর প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা। সর্বস্তরের প্রবাসীর সমন্বয়ে এ সংবর্ধনার আয়োজন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

২১ সেপ্টেম্বর অপরাহ্নে সাধারণ অধিবেশনে ভাষণের সময় বাইরে আওয়ামী পরিবারের নেতা-কর্মী-সমর্থকরাও মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীরা শান্তি-সমাবেশ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনার যোগদান নিয়ে ব্রিফিং !

আপডেট সময় : ০২:০৮:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

জাতিসংঘে ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের বিষয়ে ব্রিফিং করেছেন আমেরিকায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

আগামী ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ করতে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাছেন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি। সে আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় জোরালো বক্তব্য উপস্থাপন করবেন। বাস্তবতার আলোকে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্যে কিছু প্রস্তাবও পেশ করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শেখ হাসিনা ৫২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন বলে জানান রাষ্ট্রদূত মাসুদ।

জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে ১৯ সেপ্টেম্বর প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা। সর্বস্তরের প্রবাসীর সমন্বয়ে এ সংবর্ধনার আয়োজন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

২১ সেপ্টেম্বর অপরাহ্নে সাধারণ অধিবেশনে ভাষণের সময় বাইরে আওয়ামী পরিবারের নেতা-কর্মী-সমর্থকরাও মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীরা শান্তি-সমাবেশ করবেন।