ভারতকে চাপে রাখতেই চীনের অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৯:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত ও চীনের মধ্যকার ডোকালাম ইস্যু নিয়ে উত্তেজনার পারদটা ক্রমেই বেড়ে চলেছে। আর এমন পরিস্থিতিতে একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনী করে যাচ্ছে চীন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেকোনও মুহূর্তে বেঁধে যেতে পারে রক্তক্ষয়ী যুদ্ধ। ধারণা করা হচ্ছে ভারতকে চাপে রাখতেই চীনের এমন কৌশল।

এর আগে থ্রি ওয়ারফেয়ার কৌশলটাও বেশ যুথসইভাবে কাজে লাগিয়েছে চীন। এবার উত্তেজনা একধাপ ছড়িয়ে ভারত মহাসাগরে লাইভ ফায়ার ড্রিলও করল তারা।

বিশ্লেষকদের দাবি, এই ধরণের লাইভ ফায়ার ড্রিল সচরাচর হয় না। অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহৃত হয়েছে এই লাইভ ফায়ার ড্রিলে। এগুলির মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার চ্যাংচুন, গাইডেড মিসাইল ফ্রিগেট জিংজহাউ এবং সাপ্লাই ভেসেল চাওহু। ভারত মহাসাগরের পশ্চিমাংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে।

তবে, ভারত মহাসাগরের ঠিক কোন অংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য নেই ভারতের কাছেও। চীনের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বিগত কয়েক দিন যাবত পানীয় জল এবং জ্বালানি দ্রব্যাদি সরবরাহের উপর নজর রেখেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

ভারতকে চাপে রাখতেই চীনের অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনী !

আপডেট সময় : ১১:২৯:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ভারত ও চীনের মধ্যকার ডোকালাম ইস্যু নিয়ে উত্তেজনার পারদটা ক্রমেই বেড়ে চলেছে। আর এমন পরিস্থিতিতে একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনী করে যাচ্ছে চীন।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেকোনও মুহূর্তে বেঁধে যেতে পারে রক্তক্ষয়ী যুদ্ধ। ধারণা করা হচ্ছে ভারতকে চাপে রাখতেই চীনের এমন কৌশল।

এর আগে থ্রি ওয়ারফেয়ার কৌশলটাও বেশ যুথসইভাবে কাজে লাগিয়েছে চীন। এবার উত্তেজনা একধাপ ছড়িয়ে ভারত মহাসাগরে লাইভ ফায়ার ড্রিলও করল তারা।

বিশ্লেষকদের দাবি, এই ধরণের লাইভ ফায়ার ড্রিল সচরাচর হয় না। অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহৃত হয়েছে এই লাইভ ফায়ার ড্রিলে। এগুলির মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার চ্যাংচুন, গাইডেড মিসাইল ফ্রিগেট জিংজহাউ এবং সাপ্লাই ভেসেল চাওহু। ভারত মহাসাগরের পশ্চিমাংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে।

তবে, ভারত মহাসাগরের ঠিক কোন অংশে এই লাইভ ফায়ার ড্রিল চালানো হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য নেই ভারতের কাছেও। চীনের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বিগত কয়েক দিন যাবত পানীয় জল এবং জ্বালানি দ্রব্যাদি সরবরাহের উপর নজর রেখেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে।