ঘরের মাঠে পিএসজি’র জার্সিতে নেইমারের অভিষেক আজ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:১৬ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফরাসি লিগে প্যারি সেন জার্মেইর (পিএসজি) হয়ে নেইমারের অভিষেকটি প্রত্যাশিত ভাবেই সবার নজর কেড়েছে সবার। কিন্তু সেটা ছিল প্রতিপক্ষ গুইনগ্যাম্পের মাঠে।

তবে প্রতীক্ষার প্রহর শেষ,  নিজেদের মাঠে পিএসজি’র জার্সিতে আজ খেলতে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা।

তুলুজের বিরুদ্ধে খেলার মধ্য দিয়েই ঘরের মাটিতে আজ অভিষেক হচ্ছে নেইমারের। এর আগে, গুইনগ্যাম্পের বিপক্ষে নেইমার তার নতুন দলের ৩-০ ব্যবধানের জয়ে সবকটি গোলেই অবদান রাখেন। এর মধ্যে নিজে করেন একটি।

অবশ্য নথিপত্র সংক্রান্ত জটিলতায় বিলম্ব না হলে লিগের প্রথম খেলায় অ্যামিয়েন্স-এর বিরুদ্ধেই অভিষেক নিতে পারতেন বিশ্বের সবচাইতে দামি এ ফুটবলার।

ট্যাগস :

ঘরের মাঠে পিএসজি’র জার্সিতে নেইমারের অভিষেক আজ !

আপডেট সময় : ১২:০৩:১৬ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ফরাসি লিগে প্যারি সেন জার্মেইর (পিএসজি) হয়ে নেইমারের অভিষেকটি প্রত্যাশিত ভাবেই সবার নজর কেড়েছে সবার। কিন্তু সেটা ছিল প্রতিপক্ষ গুইনগ্যাম্পের মাঠে।

তবে প্রতীক্ষার প্রহর শেষ,  নিজেদের মাঠে পিএসজি’র জার্সিতে আজ খেলতে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা।

তুলুজের বিরুদ্ধে খেলার মধ্য দিয়েই ঘরের মাটিতে আজ অভিষেক হচ্ছে নেইমারের। এর আগে, গুইনগ্যাম্পের বিপক্ষে নেইমার তার নতুন দলের ৩-০ ব্যবধানের জয়ে সবকটি গোলেই অবদান রাখেন। এর মধ্যে নিজে করেন একটি।

অবশ্য নথিপত্র সংক্রান্ত জটিলতায় বিলম্ব না হলে লিগের প্রথম খেলায় অ্যামিয়েন্স-এর বিরুদ্ধেই অভিষেক নিতে পারতেন বিশ্বের সবচাইতে দামি এ ফুটবলার।