যে কারণে প্রতিবছরে মারা যাবে ১ লাখ ৫২ হাজার মানুষ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৩:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২১০০ সালের মধ্যে চরম আবহাওয়ায় ইউরোপে প্রতিবছর ১ লাখ ৫২ হাজার মানুষ মারা যেতে পারে! জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কার্যকরী কিছু করা না হলে এমনটাই হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। ল্যানসেট প্ল্যানেটারি হেলথ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে যে পরিমাণ মানুষের মৃত্যু ঘটবে বলে বলা হয়েছে, তা বর্তমান সংখ্যার তুলনায় ৫০ গুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।

আবহাওয়াজনিত এই মৃত্যুগুলোর মধ্যে তাপপ্রবাহে ৯৯ শতাংশ মানুষ মারা যাবে বলে প্রতিবেদনেটিতে বলা হয়েছে। ইউরোপের দক্ষিণাঞ্চলগুলো এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকারে পরিণত হবে। ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের ওই গবেষণা প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ পেয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করতে কিছুই না করা হলে ও চরম আবহাওয়ার জন্য দায়ি বিষয়গুলোর প্রভাব হ্রাস করতে নীতিগুলোর উন্নয়ন করা না গেলে যা ঘটবে বলে বলা হয়েছে তা হল-

১৯৮১ সালে থেকে ২০১০ সালের মধ্যে প্রতি বছর চরম আবহাওয়াজনিত কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজার থেকে বেড়ে ২০৭১ থেকে ২১০০ সালের মধ্যে প্রতি বছর ১,৫২,০০০ জনে দাঁড়াবে।
চলতি শতাব্দির শুরুতে যেখানে প্রাকৃতিক দুর্যোগে ইউরোপের প্রতি ২০ জনের মধ্যে একজন ক্ষতিগ্রস্থ হত তা বেড়ে প্রতি তিনজনের মধ্যে দুইজন ক্ষতিগ্রস্ত হবে।
শতাব্দির শুরুতে উপকূলীয় বন্যায় প্রতি বছর ছয়জনের মৃত্যুর জায়গায় শতাব্দির শেষ দিকে প্রতি বছর ২৩৩ জন করে মারা যাবে।

গবেষণায় সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশে তাপপ্রবাহ, হঠাৎ শৈত্যপ্রবাহ, দাবানল, খরা, নদী ও উপকূলীয় বন্যা এবং ঝড়ের মতো আবহাওয়াজনিত সবচেয়ে মারাত্মক সাতটি প্রভাব বিশ্লেষণ করে দেখা হয়েছে। গবেষক দলটি ১৯৮১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগের রেকর্ডগুলো পরীক্ষা করে জনগণের দুর্যোগ মোকাবিলার সামর্থ্য খতিয়ে দেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

যে কারণে প্রতিবছরে মারা যাবে ১ লাখ ৫২ হাজার মানুষ !

আপডেট সময় : ১১:১৩:৫৮ পূর্বাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

আগামী ২১০০ সালের মধ্যে চরম আবহাওয়ায় ইউরোপে প্রতিবছর ১ লাখ ৫২ হাজার মানুষ মারা যেতে পারে! জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কার্যকরী কিছু করা না হলে এমনটাই হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। ল্যানসেট প্ল্যানেটারি হেলথ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে যে পরিমাণ মানুষের মৃত্যু ঘটবে বলে বলা হয়েছে, তা বর্তমান সংখ্যার তুলনায় ৫০ গুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।

আবহাওয়াজনিত এই মৃত্যুগুলোর মধ্যে তাপপ্রবাহে ৯৯ শতাংশ মানুষ মারা যাবে বলে প্রতিবেদনেটিতে বলা হয়েছে। ইউরোপের দক্ষিণাঞ্চলগুলো এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকারে পরিণত হবে। ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের ওই গবেষণা প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ পেয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করতে কিছুই না করা হলে ও চরম আবহাওয়ার জন্য দায়ি বিষয়গুলোর প্রভাব হ্রাস করতে নীতিগুলোর উন্নয়ন করা না গেলে যা ঘটবে বলে বলা হয়েছে তা হল-

১৯৮১ সালে থেকে ২০১০ সালের মধ্যে প্রতি বছর চরম আবহাওয়াজনিত কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজার থেকে বেড়ে ২০৭১ থেকে ২১০০ সালের মধ্যে প্রতি বছর ১,৫২,০০০ জনে দাঁড়াবে।
চলতি শতাব্দির শুরুতে যেখানে প্রাকৃতিক দুর্যোগে ইউরোপের প্রতি ২০ জনের মধ্যে একজন ক্ষতিগ্রস্থ হত তা বেড়ে প্রতি তিনজনের মধ্যে দুইজন ক্ষতিগ্রস্ত হবে।
শতাব্দির শুরুতে উপকূলীয় বন্যায় প্রতি বছর ছয়জনের মৃত্যুর জায়গায় শতাব্দির শেষ দিকে প্রতি বছর ২৩৩ জন করে মারা যাবে।

গবেষণায় সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশে তাপপ্রবাহ, হঠাৎ শৈত্যপ্রবাহ, দাবানল, খরা, নদী ও উপকূলীয় বন্যা এবং ঝড়ের মতো আবহাওয়াজনিত সবচেয়ে মারাত্মক সাতটি প্রভাব বিশ্লেষণ করে দেখা হয়েছে। গবেষক দলটি ১৯৮১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগের রেকর্ডগুলো পরীক্ষা করে জনগণের দুর্যোগ মোকাবিলার সামর্থ্য খতিয়ে দেখেছে।