সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দের জের ধরে সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন পেশায় কৃষক ও একই গ্রামের লোকমান আলী সেখের পুত্র।
কাজিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আসলাম উদ্দিন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয় নিয়ে শাহিনের মামা আব্দুস সালামের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহিন ও তার মামা নিজ বাড়ির আঙ্গিনায় বসে থাকা অবস্থায় সালামের শ্বশুর বাড়ির লোকজনেরা তাদের উপর হামলা চালিয়ে শাহিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃস্পতিবার সকালে নিহতের মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ