মেহেরপুর প্রতিনিধি (২৭/০৫/৭) ঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শেখালি খাতুন (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিজ বাড়ির টিউবওয়েলের সঙ্গে বৈদ্যুতিক পানির পাম্পের সংযোগের সঙ্গে জড়িয়ে গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। শেফালী খাতুন কাজিপুর গ্রামের নিম সরণ পাড়ার রাজু আহম্মেদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু আহম্মেদের বাড়ির টিউবওয়েলের সঙ্গে বৈদ্যুতিক পানির পাম্প রয়েছে। বৈদ্যুতিক সংযোগের তারের সঙ্গে টিউবওয়েল বিদ্যুতায়িত হয়েছিল। কিন্তু বিষয়টি টের পাননি পরিবারের লোকজন। টিউবওয়েল থেকে পানি তুলতে গেলে রাজুর স্ত্রী শেফালী খাতুনকে আছড়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার পরিদর্শক (ওসি তদন্ত) কাফরুজ্জমান বলেন, বিষয়টির খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বুধবার
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ