আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বিএনপি কর্মী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক কর্মীকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কের অভিবাসী বিষয়ক বিচারক টেরী বেইন। এখন থেকে ওই বাংলাদেশি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। ইমিগ্রেশন এটর্নী অশোক কর্মকার এ তথ্য জানিয়েছেন।

অজ্ঞাতনামা ওই বিএনপি কর্মীর বাড়ি বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে। ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো হয়ে আমেরিকা প্রবেশের সময় ২০১৫ সালে টেক্সাসে ধরা পড়েন তিনি। এরপর তাকে টেক্সাসের ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখানেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তিনি।

প্রথমদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এটর্নীরা বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে তার সে আবেদন নাকচের দাবি করে দেয়।

বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। এটর্নী অশোক জানান, দীর্ঘ শুনানী শেষে গত ১৭ মার্চ সংশ্লিষ্ট বিচারক ওই বাংলাদেশির আবেদন মঞ্জুর করেন। একইসাথে তিনি মন্তব্য করেছেন যে, বিএনপি যে সন্ত্রাসী সংগঠন তা তিনি বিশ্বাস করেন না।

এটর্নী অশোক বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে সর্বত্র হতাশা এবং উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হলেও এ রায় সকলের জন্য আশার সঞ্চার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমেরিকায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বিএনপি কর্মী !

আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক কর্মীকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কের অভিবাসী বিষয়ক বিচারক টেরী বেইন। এখন থেকে ওই বাংলাদেশি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। ইমিগ্রেশন এটর্নী অশোক কর্মকার এ তথ্য জানিয়েছেন।

অজ্ঞাতনামা ওই বিএনপি কর্মীর বাড়ি বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে। ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো হয়ে আমেরিকা প্রবেশের সময় ২০১৫ সালে টেক্সাসে ধরা পড়েন তিনি। এরপর তাকে টেক্সাসের ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখানেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তিনি।

প্রথমদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এটর্নীরা বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে তার সে আবেদন নাকচের দাবি করে দেয়।

বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। এটর্নী অশোক জানান, দীর্ঘ শুনানী শেষে গত ১৭ মার্চ সংশ্লিষ্ট বিচারক ওই বাংলাদেশির আবেদন মঞ্জুর করেন। একইসাথে তিনি মন্তব্য করেছেন যে, বিএনপি যে সন্ত্রাসী সংগঠন তা তিনি বিশ্বাস করেন না।

এটর্নী অশোক বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে সর্বত্র হতাশা এবং উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হলেও এ রায় সকলের জন্য আশার সঞ্চার করেছে।