‘বিদেশ থেকে সরবরাহকৃত রায়ের ভিত্তিতে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে’—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ মে) এটিএম আজহারের মুক্তির পর এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘হাসিনার শাসনামলে জামায়াত ভয়াবহ জুলুমের শিকার হয়েছে। সাজানো আদালত ও মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে ১১ জন নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।’
জামায়াত আমির আরও বলেন, ‘তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল একটি ক্যাংগারু কোর্ট। এই আদালতে জাতীয় বা আন্তর্জাতিক কোনো আইন মেনে মামলা পরিচালনা করা হয়নি। সংবিধান ও আইন ছিল উপেক্ষিত। আদালত পরিচালিত হতো বিশেষ কারো ইচ্ছা অনুযায়ী।’
ডা. শফিকুর রহমান এ ঘটনাকে ‘ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এটিএম আজহারুল ইসলাম এখন ন্যায়বিচার পেয়েছেন, যা আগে আটককৃতদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। সংবাদ সম্মেলনে তিনি জামায়াত নেতাদের বিরুদ্ধে হওয়া বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠার আহ্বান জানান।