নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে যৌনকর্মীদের লাইসেন্স দেয়ার বিষয়টি নারীদের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব বলেন জামায়াতের নায়েবে আমীর।
তিনি বলেন, যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি নারীদের জন্য লজ্জাজনক, এতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে৷ নারীদের অধিকারের বিষয়ে জামায়াতের অবস্থান কী তা জানতে চেয়েছে ইইউ। তিনি বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে জামায়াত উদার।