জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে জামায়াত প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরবে।
এর আগে, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দাবি জানিয়ে ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেইসঙ্গে দলটি সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে মতামতও তুলে ধরে।
জামায়াত নেতারা জানান, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নয়, বরং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের যত সময় প্রয়োজন, ততটাই সময় দিতে প্রস্তুত।