শিরোনাম :
Logo ১৫ বছর পর আজ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক Logo সরকারের সঙ্গে বৈঠকে বসবেন পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল থাকবে রেল ব্লকেড কর্মসূচি Logo রাকসু গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন Logo নিয়মবহির্ভূত ভাবে গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন গাছ কাটার অভিযোগ Logo খুবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৯৭ জন পরিক্ষার্থী Logo ইবিতে ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলায় নববর্ষ উদযাপন Logo ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি Logo ধর্ষণে অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার Logo ২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার Logo বাবার মৃত্যুর পর স্ত্রী রিয়ামনিকে বয়কটের ঘোষণা হিরো আলমের

পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষা জীবনে ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা না পাওয়ায় দুর্নীতিতে জড়িয়ে আমাদের দেশের দুর্নীতিবাজরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুস, দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে যারা দুর্নীতি করছে তারা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোনো শিক্ষকই তার ছাত্রদের এসব অন্যায় শিক্ষা দেয় না। তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎমানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে- সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র; তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে।

তিনি বলেন, একজন রিকশাওয়ালা চাইলেও পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না। কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি, অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে।

প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির, বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম বোরহান উদ্দিন, শাহীনা আক্তার, মো. আতিকুর রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১৫ বছর পর আজ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক

পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত

আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষা জীবনে ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা না পাওয়ায় দুর্নীতিতে জড়িয়ে আমাদের দেশের দুর্নীতিবাজরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুস, দুর্নীতি একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে যারা দুর্নীতি করছে তারা একটি সময়ে আজকে তোমরা যেখানে বসেছো সেখানে বসেছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পায়নি। কোনো শিক্ষকই তার ছাত্রদের এসব অন্যায় শিক্ষা দেয় না। তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎমানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু আগে নিজেদের ভালো মানুষ হতে হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি যার যত ভালো তার আউটকাম তত ভালো হবে। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে- সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, চুয়েটের ছাত্র; তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে।

তিনি বলেন, একজন রিকশাওয়ালা চাইলেও পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না। কারণ তার কাছে সে সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন। দুর্নীতি, অপরাধ না করার ছোট ছোট চর্চাগুলো তোমাদের এখন থেকে শুরু করতে হবে।

প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির, বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম বোরহান উদ্দিন, শাহীনা আক্তার, মো. আতিকুর রহমান প্রমুখ।