জুলাই আন্দোলন ঘিরে সৌদিতে কারাবন্দি ১০ প্রবাসী ফিরলেন দেশে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে গ্রেপ্তার হওয়া ১০ জন প্রবাসী এরই মধ্যে দেশে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এরপর আট মাস জেলখানায় বন্দিজীবন অতিক্রম শেষে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় দুজন পরে ফিরবেন বলে জানা গেছে।

দেশে ফেরত প্রবাসীরা বলছেন, সরকারসহ সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। যদিও সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা।

ট্যাগস :

জুলাই আন্দোলন ঘিরে সৌদিতে কারাবন্দি ১০ প্রবাসী ফিরলেন দেশে

আপডেট সময় : ১০:১৮:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
জুলাই আন্দোলনের সময় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে গ্রেপ্তার হওয়া ১০ জন প্রবাসী এরই মধ্যে দেশে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এরপর আট মাস জেলখানায় বন্দিজীবন অতিক্রম শেষে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় দুজন পরে ফিরবেন বলে জানা গেছে।

দেশে ফেরত প্রবাসীরা বলছেন, সরকারসহ সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। যদিও সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা।