স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল সামান্থা মোস্টিনের সঙ্গে বৈঠক শেষে অ্যালবানিজ সাংবাদিকদের বলেন, ‘গভর্নর-জেনারেল আমার পরামর্শ মেনে নিয়েছেন এবং নির্বাচন ৩ মে অনুষ্ঠিত হবে।’
অ্যালবানিজের এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচার শুরু হলো।
বর্তমান জনমত জরিপে দেখা যাচ্ছে, লেবার পার্টি ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রায় ৩০ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে জরিপে উঠে এসেছে। ক্ষমতাসীন লেবার পার্টিকে নতুন সরকার গঠন করতে হলে বর্তমান ৭৮টি আসন ধরে রাখতে হবে। অন্যদিকে লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের দরকার হবে অতিরিক্ত আরও ১৯টি আসন।