পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, যা আগামীকাল বুধবারও অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী বৃহস্পতিবারও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।