রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছেন চিকিৎসকরা। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার পর এ সমাবেশ শুরু হয়। আন্দোলনকারীরা জানান, আন্দোলনের অংশ হিসেবে আজ সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
একইসাথে সরকারি–বেসরকারি সব হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। তবে মানবিক বিবেচনায় জরুরি সেবা চলমান থাকবে। সেইসঙ্গে বৈকালিক চেম্বারও বন্ধ থাকবে। এ সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরের চিকিৎসকেরা মহাসমাবেশে যোগ দিয়েছেন।
তবে এর মধ্যে প্রথম দাবির ইস্যুতে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের ফলে এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না।