‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে মিরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাঈদ মাহমুদ।উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা অপর্ণা সহ প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন প্রজেক্ট নারী উদ্যোক্তা ও সংগঠকরা অংশ নেন। আলোচনা সভায় নারী উদ্যোক্তা আসমা নূরী তার সংগ্রামী সফলতার গল্প শোনান।