চাঁদপুরের কচুয়া উপজেলার দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রতিষ্ঠান সাচার রাজারামপুর এলাকায় অবস্থিত বাইতুন নুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া,ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলম প্রধান,উপদেষ্টা জসিম উদ্দিন সবুজ,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,মাদ্রাসার সহ-সাধারন সম্পাদক কবির হোসেন মোল্লা সহ আরো অনেকে। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক,অভিভাবক,ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার বাইতুন নুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও কমপ্লেক্সে ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।