আজ ১৮ ই ফেব্রুয়ারী থেকে বী গ্লোবাল কনসালটেন্সি আয়োজন করতে যাচ্ছে ১৪
টি দেশে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে টানা ১০ দিন ব্যাপী বী গ্লোবাল স্টাডি এব্রোড ৩৬০! আয়োজনটিতে অংশ নিবে ১৪ টি দেশের ১০০০ এরও বেশি বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেনটেটিভ। দেশগুলো হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, মালয়েশিয়া, ইউ.এ.ই, ফ্রান্স, ডেনমার্ক,সুইডেন,আয়ারল্যান্ড,ফি নল্যান্ড এবং মাল্টা।
ফেয়ারটি চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত! শুধু বিদেশে উচ্চশিক্ষাই নয়,উচ্চশিক্ষা অর্জনে যা যা দরকার তার সব কিছু নিয়ে গাইডেন্স এবং নানা ধরনের সেশনের আয়োজন করা হয়েছে এবারের আয়োজনে। বিদেশে পড়াশোনায় ভাষা দক্ষতা যাচাই সংক্রান্ত সেমিনার,ইউএসএ ভিসা মক ইন্টার্ভিউ ছাড়াও দেশের বাইরের বিশ্ববিদ্যালয় গুলোতে এপ্লাই করতে সবচেয়ে প্রয়োজনীয় এসওপি লেখা বিষয়ক সেশনও আছে এবারের আয়োজনে!
আয়োজনটি নিয়ে বী গ্লোবাল কনসাল্টেন্সির চেয়ারপার্সন নুসরাত জাহান বলেন,” আয়োজনটি কোনো গড়পড়তা ফেয়ার না করে একটি ব্যাতিক্রমি করেছি আমরা। ১০ দিনে ১৪ টি কান্ট্রি দেওয়ার কারন যাতে করে একটা স্টুডেন্ট এর প্রোফাইল যাই হোক সে যাতে তার স্বপ্ন থেকে পিছিয়ে না যায়,পাশাপাশি নানা ধরনের পুরস্কার ও সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের আরো বেশি আকর্ষণ তৈরি করার চেষ্টা করা হয়েছে!”
আয়োজনটি থাকছে অনেক ধরনের ধামাকা গিফট ও! অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভাগ্যবানরা পাচ্ছে ঢাকা মালয়েশিয়া এয়ারটিকেট, এছাড়াও থাকছে ২৫০০০ টাকার ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ভাউচার সহ নানা পুরস্কার!
বী গ্লোবাল কনসাল্টেন্সির চীফ বিজনেস অফিসার আফসানা রাত্রি মিশু বলেন,” আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী জানেই না কোথায় কোন দেশে তার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা লুকানো। আর এই সকল সমাধান পেতেই আসতে হবে এবারের আয়োজনে!”
ফেয়ারটি অনুষ্ঠিত হবে বী গ্লোবাল কনসাল্টেন্সির উত্তরা অফিসে!
অফিস এড্রেসঃ বাসাঃ ২৫, রোডঃ ১৮, সেক্টর ৩,উত্তরা ঢাকা
কল করুন: +8801330802128