সারাদেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৭ ফেব্রুয়ারি জনসমাবেশ সফল করতে কচুয়ায় যুবদলের প্রস্তুতি সভা করা হয়েছে। উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির জনসমাবেশ সফল উপজেলা যুবদলের উদ্যোগে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রস্তুতি সবা করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান,তাজুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান স্বপন,যুগ্ন আহ্বায়ক কাউছার আহমেদ,শরীফ মজুমদার সহ আরো অনেকে।
এসময় যুবদল নেতা আব্দুর রাজ্জাক,গাজী মিয়া,মহসিন মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ সফল করতে বিভিন্ন নির্দেশনা দেন এবং সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জনসমাবে
শে উপস্থিত থাকতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ছবি: চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৭ ফেব্রুয়ারি জনসমাবেশ সফল করতে কচুয়ায় যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার।