মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল ১৩ ও ১৪ ফেব্রুয়ারী শুরু

অলীয়ে কামেল হযরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (রঃ) প্রতিষ্ঠিত শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল আগামি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুরু ।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া গ্রামে অবস্থিত দরবার শরীফে দুইদিন ব্যাপি বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে কচুয়াসহ দেশের বিভিন্ন জেলায়  ভক্ত মুরিদানদের তৈরী  তোরণ দেখা যাচ্ছে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরি, সাউন্ড সিস্টেমসহ মাহফিলের সকল প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।

দুই দিনের বার্ষিক  মাহফিলে দেশ বিদেশের  আন্তর্জাতিক  মানের প্রখ্যাত আলেম, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম, সারাবিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা কামনা করে কুরআণ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহহুল্লাহ শাজুলি । নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন, পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ  শাজুলি ও মাহফিল পরিচালনা করবেন পীরজাদা আবুল হাসান শাহ মোহাম্মদ আতাউল্লাহ শাজুলী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular