আবজাল হোসেন তোফায়েল (হাবিপ্রবি প্রতিনিধি)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩২ টি বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্ভোধন হলো তিন দিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন প্রফেসর ড.এম এনামউল্লাহ ভিসি হাবিপ্রবি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.মোঃ শফিকুল ইসলাম সিকদার প্রো-ভিসি হাবিপ্রবি, প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর কবির ট্রেজারার হাবিপ্রবি ও হাবিপ্রবি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটি অব এইচ এস টি ইউ সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন যে, “বিতর্কের মূল উদ্দেশ্য নিজেরদের সাবলীল জীবন এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারা । বিতর্কের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা তোমাদের ব্যাক্তি জীবন ও কর্ম ক্ষেত্রে দক্ষতার প্রতিফল হবে। এতে তোমাদের ভবিষ্যতে জীবন সাফল্য মন্ডিত হবে। “
তিরি আরো বলেন যে, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিজেদের টাকা, সময় ও অভিজ্ঞতা দিয়ে মানুষের উপকার করছো এটা খুব ভালো লেগেছে । বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। “
বিশেষ অতিথির বক্তব্যে প্রে-ভিসি বলেন যে, বিতর্কের মাধ্যমে অর্জিত দক্ষতা দেশ ও জাতির কল্যাণ কাজে লাগুক এই প্রত্যাশা রইলো, সবাইকে ধন্যবাদ “
সভাপতির বক্তব্যে সাকিল হাসান বলেন, ধন্যবাদ জানাই সকলকে যারা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই ভিসি মহোদয় প্রো ভিসি মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাইকে যাদের সহযোগিতায় আজকের এই আয়োজন হতে যাচ্ছে।”
উল্লেখ্য ৭,৮ও ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে বিতর্ক অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিবেটিং সোসাইটির সাবেক, বর্তমান সদস্য ও সাংবাদিকবৃন্দ।