শিরোনাম :
Logo জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প Logo পাকিস্তান থেকে ইরানে প্রবেশের চেষ্টা, ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার Logo অল স্টার দলে খেলবেন না মেসি-আলবা, পেতে পারেন শাস্তি Logo কচুয়ায় সফিবাদে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী Logo ২০২৫ সালে নেইমার : গোল ৪, তর্কে জড়ানো ৫ Logo কম্বোডিয়ার রকেট হামলায় ৩ জন আহত Logo সুন্দরবনের গহীনে বন বিভাগের অভিযান ৮শ কেজি চিংড়ি মাছ সহ ১ টি ট্রলার জব্দ Logo কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo কয়রায় তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাবির যশোর জেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৭৪৭ বার পড়া হয়েছে

জুবাইর হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) নবীনবরণ, প্রবীণবিদায় ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০১৮-১৯ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টায় ড. মুহাম্মদ কুদরাত-এ খুদা অ্যাকাডেমিক ভবনের রসায়ন গ্যালারিতে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সমিতির সহ-প্রচার সম্পাদক মুজাহিদ হোসাইন।
নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ ও মাহবুবা খাতুন জেবা। প্রবীণদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সজীব হোসেন।

অনুষ্ঠানে অধ্যাপক মো. শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, নিজের এলাকার মানুষকে যখন এতদূর এসে দেখতে পাই তখন অন্যরকম একটা ভালো লাগে। এই সমিতির উদ্যোগে সবার সাথে দেখা হওয়ার সুযোগ হলো। সবাই একসাথে হয়ে লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে জেলা সমিতি এগিয়ে যাক সেই কামনা করছি।

অধ্যাপক সুমন হোসেন বলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার অনেকে শিক্ষক হিসেবে রয়েছেন। সে সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। নাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সবাই যখন একসাথে হয়ে কাজ করবে তখন জেলা সমিতি অনেক এগিয়ে যাবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা সমিতির সভাপতি জাহেদুল ইসলাম জুয়েল। সর্বশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ শিখদার , অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক মো. সুমন হোসেন, সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী। সজীব। এছাড়া শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল অনুষ্ঠানে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প

রাবির যশোর জেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

জুবাইর হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলা সমিতির (কপোতাক্ষ) নবীনবরণ, প্রবীণবিদায় ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০১৮-১৯ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টায় ড. মুহাম্মদ কুদরাত-এ খুদা অ্যাকাডেমিক ভবনের রসায়ন গ্যালারিতে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সমিতির সহ-প্রচার সম্পাদক মুজাহিদ হোসাইন।
নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ ও মাহবুবা খাতুন জেবা। প্রবীণদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সজীব হোসেন।

অনুষ্ঠানে অধ্যাপক মো. শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, নিজের এলাকার মানুষকে যখন এতদূর এসে দেখতে পাই তখন অন্যরকম একটা ভালো লাগে। এই সমিতির উদ্যোগে সবার সাথে দেখা হওয়ার সুযোগ হলো। সবাই একসাথে হয়ে লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে জেলা সমিতি এগিয়ে যাক সেই কামনা করছি।

অধ্যাপক সুমন হোসেন বলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার অনেকে শিক্ষক হিসেবে রয়েছেন। সে সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। নাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সবাই যখন একসাথে হয়ে কাজ করবে তখন জেলা সমিতি অনেক এগিয়ে যাবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন যশোর জেলা সমিতির সভাপতি জাহেদুল ইসলাম জুয়েল। সর্বশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ শিখদার , অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক মো. সুমন হোসেন, সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী। সজীব। এছাড়া শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল অনুষ্ঠানে।