চট্টগ্রামে মাদক মামলার পলাতক আসামি নূর নবীকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ নুরনবী প্রকাশ নয়ন (৪১) হাটহাজারী উপজেলার মরহুম মফজল আহমেদের পুত্র।
র্যাব-জানায়, ১০ বছর পলাতক থাকা নূর নবী শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র্যাব। তার নামে মাদকদ্রব্য আইনে করা মামলায় ১০ বছরের সাজা রয়েছে।
































