ককবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪
  • ৭২০ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।১৮ আগস্ট রোববার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুবাইপ্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) এবং শিশুকন্যা ময়না (১২) ও তোহা (৮)।

এ সব তথ্য নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। তিনি জানান, ভারী বর্ষণের কারণে ভোরে বাড়িটির ওপর পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
এব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে পাহাড় ধসে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। ২১ জুন কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন। গত ৩ জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের দুটি ক্যাম্পে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১১ জুলাই কক্সবাজার শহরে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ককবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ আগস্ট ২০২৪

জিয়াবুল হক, কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।১৮ আগস্ট রোববার ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুবাইপ্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) এবং শিশুকন্যা ময়না (১২) ও তোহা (৮)।

এ সব তথ্য নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। তিনি জানান, ভারী বর্ষণের কারণে ভোরে বাড়িটির ওপর পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
এব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে পাহাড় ধসে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। ২১ জুন কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন। গত ৩ জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের দুটি ক্যাম্পে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১১ জুলাই কক্সবাজার শহরে এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।