নিউজ ডেস্ক:
নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের প্রধান দায়িত্বে থাকা বড় মিজানকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) আটক করেছে।
বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘গোপন সংবাদে মঙ্গলবার রাতে বনানীর কাকলী রেলক্রসিংয়ের কাছে একটি বাসে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। মিজান নব্য জেএমবিকে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করে আসছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়েন্দা পুলিশ জানায়, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান। সে আগে জুন্দ আল তাওহীদ নামক জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার। পরবর্তী সময়ে সে তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবির সদস্য হয়। এরপরই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তকেন্দ্রিক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, ডেটোনেটর ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি করে। যারা নব্য জেএমবির সব অস্ত্র, ডেটোনেটর ও জেল সরবরাহ করে আসছিল।