নিউজ ডেস্ক:
রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে মো. আকাশ (২০) নামের এক ইলেক্ট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি হিজল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় এ লাশ উদ্ধার করে শাহ আলী থানা পুলিশ। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশের বাবার নাম মো. আনওয়ার। তিনি পিডব্লিউডির কর্মচারী। তারা পিডব্লিউডির স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে জানা গেছে।
আকাশের বাবা আনওয়ার বলেন, গতকাল (মঙ্গলবার) বিকেলে মায়ের সাথে আকাশের সর্বশেষ কথা হয়েছে। সে রাতে ঘরে ফিরবে বলে জানিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
আকাশ ইলেক্ট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছেন তার বাবা। আকাশের কোনো শত্রু ছিল না বলে দাবি করেছেন তিনি।
শাহ আলী থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।