কুষ্টিয়ায় ফ্রিজের ঠাণ্ডা পানি খেয়ে কলেজছাত্রীর করুণ মৃত্যু

0
11

নিউজ ডেস্ক:
কুষ্টিয়ায় ফ্রিজের ঠাণ্ডা পানি খেয়ে মেহজাবীন ইসলাম চৌধুরী তাসমী নামের এক কলেজছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। গত শনিবার রাত নয়টার দিকে ফ্রিজের ঠাণ্ডা পানি খেয়ে শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়।

কলেজছাত্রী তাসমী কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী এবং আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা গ্রামের মতিউল ইসলাম চৌধুরী টনিকের মেয়ে। তাঁর এ মৃত্যু পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তাসমী কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড খন্দকবাড়ীয়া মহল্লায় পিতা-মাতার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন। জানা যায়, সারা দিন রোজা রেখে ইফতারের পর গত শনিবার রাত নয়টার দিকে ফ্রিজের ঠাণ্ডা পানি পান করার পর তাসমীর দীর্ঘদিনের শ্বাসকষ্ট বেড়ে যায়।

এ সময় স্বজনেরা তাঁকে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার তাঁর দাফনকার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।