সিরাজগঞ্জে পরকীয়ার জেরে ৮ মাসের শিশুকে গলা কেটে হত্যা আটক মা

0
9

নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৮ মাসের এক শিশুকে গলাকেটে হত্যা করেছেন মা নিহত শিশুটির নাম বেলাল হোসেন বয়স মাত্র ৮ মাস । ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ২৮ এপ্রিল । সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে ।নিহত বেলাল হোসেন আবদুল্লাহ আল মানুনের পুত্র । আলমামুন পেশায় একজন কৃষক ।
এ ঘটনায় মাহিমের মা মোছাঃ মুক্তা খাতুন ও নানী এবং নানাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে । এলাকাবাসির কাছে জানতে পারা যায় যে, সন্ধ্যায় তার বাবা ইফতারি করার পর ধানকাটতে শ্রমিক হিসেবে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা করে , এ সময় তার মা এগিয়ে দিতে ঘাটে যান। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে নিজের ৮ মাস বয়সী শিশু সন্তানের মুখে টেপ পেঁচিয়ে গলা কেটে হত্যা করেন নিহতের সন্তানের মা মক্তা খাতুন । শিশুটির মুখে লাল টেপ দিয়ে মোড়ানো ছিলো ।
এসময় নিহতের মা পলাতক ছিলেন । এলাকাবাসির মতে নিহতের মা পরকীয়া কাজে লিপ্ত হয়ে উক্ত ঘটনাটি ঘটাতে পারে বলে তারা এর সুস্থ্য তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান । পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ধারালো রক্ত মাখা গলাকাটা শিশুর লাশ সহ হত্যা কাজে ব্যাবহার করা রক্ত মাখা ছুরিটি উদ্ধার করেন । শাহজাদপুর থানার এসআই শাহজাহান বলেন, নিহতের মা, নানা, নানিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহত শিশুটিকে নির্মম ভাবে ছুরি দ্বারা হত্যা করেছে বলে তিনি আরো বলেন উক্ত ঘটনার সুস্থ্য তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি ।এটি শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।