নিউজ ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদকৃত সাঁওতালদের পুনর্বাসনের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৩০ দিনের মধ্যে গাইবান্ধার ডিসি ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।