চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির সভায় জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি আইন সহায়তা কমিটির কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সবার আরও আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজের অসহায় ও দুস্থদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যেই সরকার এ কার্যক্রম পরিচালনা করছে। চুয়াডাঙ্গা জেলায় সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়াতে পারলে সরকারের উদ্দেশ্যে সফল হবে।
এ ছাড়াও সভায় আইন সহায়তা কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে অসহায় দুস্থ, সুবিধাভোগীদের মামলার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা লিগ্যাল এইড অফিসার শামসুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, অতিরিক্ত পিপি অ্যাড. বেলাল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. আবু তালেব বিশ্বাস, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমুখ।

























































