তিতুদহে বিনা লাইসেন্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের দাসপাড়ায় ‘কে কে ফুড’ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছেন মোবাইল কোর্ট। এ সময় বিনা লাইসেন্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ‘কে কে ফুড’ ফ্যাক্টরি সিলগালা করে দেয় মোবাইল কোর্ট। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী।
জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘কে কে ফুড’ ফ্যাক্টরি বিনা লাইসেন্সে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট এবং কেক উৎপাদন করে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে গতকাল সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী ‘কে কে ফুড’ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরির মালিক ফজলে করিমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরি সিলগালা করেন তিনি।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী বলেন, বিনা লাইসেন্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ফ্যাক্টরি বন্ধ ও মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।