দর্শনায় মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠানে চোর চক্রের হানা, নগদ টাকাসহ
নিউজ ডেস্ক:দর্শনায় মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের তালা ভেঙে নগদ টাকা, দোকান থেকে কীটনাশকসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত শুক্রবার দিবাগত রাতে দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুল মোড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত গভীর রাতে দর্শনা-হিজলগাড়ি সড়কের দক্ষিণ চাঁদপুর স্কুল মোড় নামক স্থানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ মসজিদের দান বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটে। এতে সার-কীটনাশক ও বীজ বিক্রেতা মেসার্স টোটন এন্টারপ্রাইজের সার্টারের তালা ভেঙে ক্যাশ বাক্সে থাকা নগদ ৪৫ হাজার টাকা, ৩৫ হাজার টাকা মূল্যের কীটনাশক এবং ২০ হাজার টাকা মূল্যমানের একটি এলইডি মনিটর চুরি করে নিয়ে যায় চোরেরা। একই রাতে এলাকার আলী শাহ মার্কেটের আল্লাহর দান টেলিকম অ্যান্ড ভূষিমাল ব্যবসায়ীর সার্টারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ১৫ হাজার টাকা, ৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন, একটি ব্যাগসহ তিন হাজার টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনের মিনিট কার্ড চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়া জামে মসজিদের দান বাক্স ভেঙে বাক্সে থাকা কয়েক হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এদিকে, একই রাতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ একটি মসজিদের দান বাক্স থেকে চুরির ঘটনায় এলাকায় চুরির আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত নয়টার দিকে তাঁরা নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন গতকাল শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান দোকানের তালা ভাঙা। পরে তাঁরা দেখতে পান দোকানে রাখা নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে।

























































