বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে
দেশ-জনগণের স্বার্থবিরোধী চুক্তি ও সমঝোতা বাতিল করতে হবে : বিএনপি নেতা শরীফুজ্জামান
নিউজ ডেস্ক:দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণসমাবেশ করেছে বিএনপি। গতকাল রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং দেশবিরোধী চুক্তির অভিযোগ তুলে গণসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকালে তিস্তার পানিসহ বাংলাদেশের স্বার্থে কোনো অর্জন ছাড়াই ফেনী নদীর পানি প্রদানের চুক্তি করেছেন। চট্টগ্রাম ও মংলা বন্দর নির্বিঘেœ ব্যবহারের অনুমতি, আমদানিকৃত এলপিজি ভারতে রপ্তানি এবং সমুদ্র উপকূলে যৌথ নজরদারির বিষয়ে যেসব চুক্তি ও সমঝোতা করে এসেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে দেশ ও জনগণের স্বার্থবিরোধী এসব চুক্তি ও সমঝোতা বাতিল করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রাবাসে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা। আজ আবরার ফাহাদের মতো বহু মেধাবী শিক্ষার্থী ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে জিম্মি, প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন তাঁরা। আমরা আবরার হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তাঁর প্রাপ্য জামিন না দিয়ে প্রচলিত আইন অগ্রাহ্য করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দুর্বল রাখার সরকারি অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশ থেকে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ডাউকি চেয়ারম্যান আব্দুল জব্বার, জেলা মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন, পৌর কাউন্সিলর শেফালি খাতুন, নাসিমা খাতুন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি আনিসুল হক, আব্দুল গনি, সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সহসভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, শামসুল ইসলাম ঝণ্টু, ইছাহাক আলী, সহসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক মাবুদ সরকার, আব্দুল রাজ্জাক সণ্টু, হ্যাপি, লাল্টু, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাসুদ রানা আপেল, রুবেল হাসান, তুহিন ইসলাম, মহাসিন, সানোয়ার হোসেন, হাবিবুর রহমান রাজিব, শাহাজামাল, শাহ আলম, আব্দুল ওয়াহাব, আবু সালেহ, ইমন হোসেন, আব্দুর রহিম, আবুল খাজা, মসিউর রহমান, জিতু, কানন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, যুবদলের নেতা খাইরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু বিশ্বাস, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির নেতা গোলাম সরোয়ার হিমু, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাহাবুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক নাহারুর ইসলাম, আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপলব, ছাত্রদলের নেতা রিণ্টু মহলদার, শাহাবুদ্দীন সোহেল সিদ্দিকী সোহেল, মেহেদী হাসান, ছোটন, সাইমুজ্জামান মিশা, ফরিদ, মাহাবুব, সোহাগ, সাইমুম আরাফাত, শান্ত, আরমান, লিমন ইকবাল প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে কর্মসূচি শুরু করেন চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার। এরপর জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন নেতারা।
মেহেরপুর:
দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদে ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে স্থানীয় পৌর টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদ। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদন্য মো. আমজাদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ।
ঝিনাইদহ:
দেশবিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তির দাবি ও আবরার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল রোববার সকালে শহরের এইচএসএস সড়কস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করে তারা। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। এ সময় পুলিশের বাঁধায় তারা রাস্তায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। সমাবেশে বক্তারা ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধি চুক্তি বাতিল, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবি জানান। সেই সঙ্গে তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশে পুলিশি বাধার নিন্দা জানান।