মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জেলার গাড়ী চালকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় মেহেরপুর ওয়াপদা মোড়ে জেলা ট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছ। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আনোয়ার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা -মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এস এম সবুজ, জেলা ট্রাফিক পুলিশের টি.আই-১ ইসমাইল হোসেন, টি.আই-২ মুজতবা, টি.আই-৩ মুনির হোসেন, জেলা ট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাতয়ার রহমান প্রমূখ।
সভায় জেলা প্রশাসক মোহম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা মনে করি, সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। সবার ঐক্যবদ্ধ ভূমিকা দরকার। গণমাধ্যম, সুধীসমাজ, ছাত্রসমাজ, যাত্রী, চালক, পথচারীসহ রাষ্ট্রের জনগণকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উদ্যোগ সরকারই নিতে পারে। প্রধান কারণ হচ্ছে অসচেতনতা। এ ছাড়া রয়েছে অদক্ষ ও অশিক্ষিত চালক, ফিটনেসবিহীন গাড়ি, চালকদের প্রশিক্ষণের অভাব, যাত্রী ও পথচারীদের অসচেতনতা, দুর্নীতি, চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার, অপরিকল্পিত ও ওভারক্রসিং, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা, বিপজ্জনক ট্রাক, লাইসেন্সবিহীন গাড়ি ও চালক এবং বেপরোয়া গাড়ি চালানো। এ ব্যপারে সরকার উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়ক আইনের প্রয়োগ করে দেশের অভিশাপ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করবে, আমরা তা আশা করি।
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনারোধে প্রতিটি ইউনিয়নে একটি করে সরকার অনুমোদিত ড্রাইভিং স্কুল গড়ে তুলতে হবে। তা ছাড়া চালকদেরও শারীরিক ও মানসিকভাবে ফিট ও পরিপাটি হয়ে গাড়ি চালাতে হবে। তা ছাড়া পথচারীদের অসাবধানতাকেও সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করা যায়। লাইসেন্সবিহীন অদক্ষ ড্রাইভার বাস, ট্রাকসহ অন্যান্য ভারি পর্যায়ের যানবাহন চালায় বলেই সড়কে বারবার দুর্ঘটনা ঘটে। তাই সড়ক দুর্ঘটনা কমাতে জনগণ এবং ড্রাইভার উভয়কেই সচেতন হতে হবে।