শিরোনাম :
Logo রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প Logo সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা Logo সংযোগ সড়কহীনতায় দুর্ভোগে উত্তর সেঙ্গুয়া-আশারকোটা এলাকার মানুষ” Logo রাকসুতে গণযোগাযোগ বিভাগ থেকেই লড়বেন ভিপিসহ ২২ জন প্রার্থী Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ Logo আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা,কয়রা যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য Logo উপাচার্যের আশ্বাসের এক বছরেও হয়নি জুলাই কর্নারের বাস্তবায়ন Logo আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের ভূমিকাঃ আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন

ঝিনাইদহে এবার ১৩ বছরের শিশুকে ধর্ষনে মহিষাকুন্ডু শ্বশানের সেবায়েত সহযোগী গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু শ্বশানে ১৩ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার দায়ে গ্রেফতার হয়েছে হ্রী সাধন রায় (৬৫) নামে এক সেবায়েত সহযোগী। গনপিটুনীর পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রী সাধন রায় ঝিনাইদহ শহরের ট বাজার পাড়ার বিস্টু পদ রায়ের ছেলে। এলাকাবাসি মহিষাকুন্ডু গ্রামের আব্দুর রাজ্জাক ও রহমত মাতুব্বর অভিযোগ করেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেবায়েত সহযোগী সাধন রায় বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে অপর একটি হিন্দু পরিবারের ১৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় গ্রামবাসি ধরে গনপিটুনি দিয়ে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা রিনা সরকার জানান, তার মেয়েকে ধর্ষন চেষ্টা নয়, ধর্ষন করেছে। আমি এই ন্যক্কার জনক ঘটনার বিচার চাই। তিন আরো বলেন, এর আগেও ওই সেবায়েত সহযোগী আমার মেয়েকে ৭/৮ বার ধর্ষন করেছে। আজ সে কথা মেয়ে আমাকে বলেছে। মহিষাকন্ডু শ্বশান কমিটির সাধারন সম্পাদক বিষু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। তিনি বলেন ৬৫ বছরের বৃদ্ধ যে এমন কাজ করতে পারে প্রথমে তা আমার বিশ্বাস হচ্ছিল না। বিভিন্ন লোকের মোবাইল রিসিভ করতে করতে আর জবাব দিতে দিতে হাফিয়ে উঠেছি। তিনি সেবায়েত সহযোগী সাধন রায়ের শাস্তির দাবী জানান। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মী বাবলু কুন্ডু জানান, মেয়েটিকে আইনী সহায়তা দিতে আমরা কাজ শুরু করেছি। প্রথমে আমরা মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বৃহস্পতিবার দুপুরে জানান, ধর্ষন চেষ্টার দায়ে সাধন রায় গ্রেফতার হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করে দেখছি। ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছে। এদিকে একটি মহল এই ধর্ষন ঘটনা চাপা দিতে গভীর রাত পর্যন্ত দেন দরবার চালিয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের এই ঘটনাটি প্রচার হয়ে তাদের সেই মিশন ব্যার্থ হয়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

ঝিনাইদহে এবার ১৩ বছরের শিশুকে ধর্ষনে মহিষাকুন্ডু শ্বশানের সেবায়েত সহযোগী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু শ্বশানে ১৩ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার দায়ে গ্রেফতার হয়েছে হ্রী সাধন রায় (৬৫) নামে এক সেবায়েত সহযোগী। গনপিটুনীর পর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে। শ্রী সাধন রায় ঝিনাইদহ শহরের ট বাজার পাড়ার বিস্টু পদ রায়ের ছেলে। এলাকাবাসি মহিষাকুন্ডু গ্রামের আব্দুর রাজ্জাক ও রহমত মাতুব্বর অভিযোগ করেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেবায়েত সহযোগী সাধন রায় বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে অপর একটি হিন্দু পরিবারের ১৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় গ্রামবাসি ধরে গনপিটুনি দিয়ে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা রিনা সরকার জানান, তার মেয়েকে ধর্ষন চেষ্টা নয়, ধর্ষন করেছে। আমি এই ন্যক্কার জনক ঘটনার বিচার চাই। তিন আরো বলেন, এর আগেও ওই সেবায়েত সহযোগী আমার মেয়েকে ৭/৮ বার ধর্ষন করেছে। আজ সে কথা মেয়ে আমাকে বলেছে। মহিষাকন্ডু শ্বশান কমিটির সাধারন সম্পাদক বিষু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। তিনি বলেন ৬৫ বছরের বৃদ্ধ যে এমন কাজ করতে পারে প্রথমে তা আমার বিশ্বাস হচ্ছিল না। বিভিন্ন লোকের মোবাইল রিসিভ করতে করতে আর জবাব দিতে দিতে হাফিয়ে উঠেছি। তিনি সেবায়েত সহযোগী সাধন রায়ের শাস্তির দাবী জানান। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মী বাবলু কুন্ডু জানান, মেয়েটিকে আইনী সহায়তা দিতে আমরা কাজ শুরু করেছি। প্রথমে আমরা মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বৃহস্পতিবার দুপুরে জানান, ধর্ষন চেষ্টার দায়ে সাধন রায় গ্রেফতার হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করে দেখছি। ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছে। এদিকে একটি মহল এই ধর্ষন ঘটনা চাপা দিতে গভীর রাত পর্যন্ত দেন দরবার চালিয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের এই ঘটনাটি প্রচার হয়ে তাদের সেই মিশন ব্যার্থ হয়ে যায়।