শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

ডিস্কো গ্রুপের কিশোররা আত্মগোপনে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির খুনের পর আত্মগোপনে চলে গেছে ডিস্কো গ্রুপের (ডিস্কো বয়েজ উত্তরা) সদস্যরা। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ৬ জানুয়ারি উত্তরায় দুটি গ্রুপের দ্বন্দ্বে খুন হয় মাইলস্টোন স্কুলের ছাত্র আদনান কবির।

আদনান কবির হত্যা মামলা তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক। গত রোববার সন্ধ্যায় তিনি বলেন, ‘ঘটনাটি যে দুটি গ্রুপের দ্বন্দ্বে ঘটেছে তা নিশ্চিত হওয়া গেছে। এটি ডিস্কো গ্রুপের ছেলেরা করেছে। ঘটনার পর তারা আত্মগোপনে চলে গেছে। সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা যায়নি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

উত্তরার স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন দোকানদার এ প্রতিবেদককে জানান, দুই বছর আগে উত্তরায় কয়েকজন কিশোর-তরুণ মিলে একটি গ্রুপ তৈরি করে। এরা একসঙ্গে আড্ডা দিত ও আনন্দ-ফুর্তি করত। বছরখানেক আগে নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। দুটি ভাগে ভাগ হয়ে যায় গ্রুপটি। এরপর ছোটন এবং সাদাফসহ কয়েকজন মিলে গড়ে তোলে ডিস্কো গ্রুপ। নিহত আদনান কবির নাইন স্টার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিল। অবশ্য বিভিন্ন সময় গ্রুপের নাম পরিবর্তন করে কিশোররা। এরা সবাই সম্ভ্রান্ত পরিবারের ছেলে।

উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে নিহত আদনান কবিরের বাসায় গিয়ে দেখা যায়, তার পরিবারের শোক এখনো কাটেনি।
আদনানের বাবা কবির হোসেন বলেন, ‘কোন গ্রুপ কী করেছে তা জানতে চাই না। আমার ছেলেকে যারা খুন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে মেরে ফেলতে হবে।

উল্লেখ্য, ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের লুবানা হাসপাতালের অদূরে আদনান কবিরকে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা।
নিহতের বাবা এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ডিস্কো গ্রুপের কিশোররা আত্মগোপনে !

আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির খুনের পর আত্মগোপনে চলে গেছে ডিস্কো গ্রুপের (ডিস্কো বয়েজ উত্তরা) সদস্যরা। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ৬ জানুয়ারি উত্তরায় দুটি গ্রুপের দ্বন্দ্বে খুন হয় মাইলস্টোন স্কুলের ছাত্র আদনান কবির।

আদনান কবির হত্যা মামলা তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক। গত রোববার সন্ধ্যায় তিনি বলেন, ‘ঘটনাটি যে দুটি গ্রুপের দ্বন্দ্বে ঘটেছে তা নিশ্চিত হওয়া গেছে। এটি ডিস্কো গ্রুপের ছেলেরা করেছে। ঘটনার পর তারা আত্মগোপনে চলে গেছে। সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা যায়নি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

উত্তরার স্থানীয় বাসিন্দা এবং কয়েকজন দোকানদার এ প্রতিবেদককে জানান, দুই বছর আগে উত্তরায় কয়েকজন কিশোর-তরুণ মিলে একটি গ্রুপ তৈরি করে। এরা একসঙ্গে আড্ডা দিত ও আনন্দ-ফুর্তি করত। বছরখানেক আগে নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। দুটি ভাগে ভাগ হয়ে যায় গ্রুপটি। এরপর ছোটন এবং সাদাফসহ কয়েকজন মিলে গড়ে তোলে ডিস্কো গ্রুপ। নিহত আদনান কবির নাইন স্টার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিল। অবশ্য বিভিন্ন সময় গ্রুপের নাম পরিবর্তন করে কিশোররা। এরা সবাই সম্ভ্রান্ত পরিবারের ছেলে।

উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে নিহত আদনান কবিরের বাসায় গিয়ে দেখা যায়, তার পরিবারের শোক এখনো কাটেনি।
আদনানের বাবা কবির হোসেন বলেন, ‘কোন গ্রুপ কী করেছে তা জানতে চাই না। আমার ছেলেকে যারা খুন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে মেরে ফেলতে হবে।

উল্লেখ্য, ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের লুবানা হাসপাতালের অদূরে আদনান কবিরকে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা।
নিহতের বাবা এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।