মোঃ রফিকুল ইসলাম,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র উদ্দ্যোগে নান্দাইল উপজেলায় ৩দিন ব্যাপি সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা রোববার শুরু হয়েছে। সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী ও ট্রেইনার মো. শাহ-আলম সৈকত দিনব্যাপি প্রশিক্ষন পরিচালনা করেন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভুইয়া ও সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল। উক্ত বুনিয়াদি প্রশিক্ষণে নান্দাইল, কেন্দুয়া, তাড়াইল ও হোসেনপুর উপজেলার কর্মরত ৪০জন সাংবাদিক অংশগ্রহন করেন। আগামী ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষন শেষ হবে।

































