শিরোনাম :
Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নান্দাইলে পানের দাম আকাশচুম্বী এক সপ্তাহে ৩গুন মুল্য বৃদ্ধি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলায় পানের দাম আকাশচুম্বী, হঠাৎ করেই পানের বাজার লাগামহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন অল্প আয়ের মানুষ। অনেকেই পান খাওয়া প‚র্বের চেয়ে অনেক কমিয়েছেন। তবে পানের বাড়তি দাম থাকায় পান চাষিদের মুখে ফুটেছে নতুন হাসি। তিনগুন দামে বিক্রী হচ্ছে এখানকার পান। সরজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১ ভিড়া পান কিনতে দেড় কেজি মাংসের সমান মূল্য দিতে হচ্ছে। সর্ব নি¤œ ১ বিড়া পানের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। আকারভেদে ভালোমানের ১ ভিড়া পানের দাম প্রায় ৭০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। নান্দাইল সদর, নান্দাইল চৌরাস্তা, বাশঁহাটি, মুশুলী, চামটা, কানারামপুর ও নান্দাইল রোড বাজারসহ বেশ কিছু বাজারে কয়েক দিনের ব্যবধানে পানের দর কয়েকগুন বেড়েছে। ফলে পান পিপাসুদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহ আগে এক বিড়া (৮০টা পান) বিক্রি হতো ৮০ টাকা থেকে ১২০ টাকায়। হঠাৎ করেই বেড়ে গিয়ে এক বিড়া পান সর্বনি¤œ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে। এতে করে পান পিপাসুরা বাজারে পান কিনতে এসে বিপাকে পড়ছেন আবার অনেকেই পান খাওয়া আগের তুলনায় কমিয়েছেন। কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় চলতি মৌসুমে পান চাষ তেমন বাড়েনি। খুচরা পান বিক্রেতা আল-আমিন ও বেলাল সহ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা এখন বেশি পুজি খাটিয়ে অল্প আয় করছেন। পানের দাম কম থাকলে বেচা কেনা বেশি হয়, তাতে অল্প লাভ করলেও আয় বেশি হয়। নান্দাইল চৌরাস্তা বাজারের পানের আড়তদার মো. রুহুল আমিন ভুইয়া বলেন, কিছুদিন আগের শৈত্যপ্রবাহে পান গাছ কুকড়ে গেছে ও পান পাতা ঝরে পড়ছে। শুধু তাই নয় ঘন কুয়াশার কারণে সূর্যালোক না পড়ায় পান পাতা সাদা হয়ে ঝরে পড়ছে। যার ফলে পানের আড়তে পান আমদানী ও সরবরাহ খুবই কম, যার দরুণ পানের বাজার এবং দাম বেড়েছে। উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন জানায়, পানের দাম বাড়তি থাকায় পান চাষিরা লাভজনক। নান্দাইলে ৭৫ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। উপজেলার প্রায় ২২০০টি পানের বরজ রয়েছে। সরকারিভাবে পান চাষিদের প্রশিক্ষনের চেষ্টা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক

নান্দাইলে পানের দাম আকাশচুম্বী এক সপ্তাহে ৩গুন মুল্য বৃদ্ধি

আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলায় পানের দাম আকাশচুম্বী, হঠাৎ করেই পানের বাজার লাগামহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন অল্প আয়ের মানুষ। অনেকেই পান খাওয়া প‚র্বের চেয়ে অনেক কমিয়েছেন। তবে পানের বাড়তি দাম থাকায় পান চাষিদের মুখে ফুটেছে নতুন হাসি। তিনগুন দামে বিক্রী হচ্ছে এখানকার পান। সরজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১ ভিড়া পান কিনতে দেড় কেজি মাংসের সমান মূল্য দিতে হচ্ছে। সর্ব নি¤œ ১ বিড়া পানের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। আকারভেদে ভালোমানের ১ ভিড়া পানের দাম প্রায় ৭০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। নান্দাইল সদর, নান্দাইল চৌরাস্তা, বাশঁহাটি, মুশুলী, চামটা, কানারামপুর ও নান্দাইল রোড বাজারসহ বেশ কিছু বাজারে কয়েক দিনের ব্যবধানে পানের দর কয়েকগুন বেড়েছে। ফলে পান পিপাসুদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহ আগে এক বিড়া (৮০টা পান) বিক্রি হতো ৮০ টাকা থেকে ১২০ টাকায়। হঠাৎ করেই বেড়ে গিয়ে এক বিড়া পান সর্বনি¤œ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে। এতে করে পান পিপাসুরা বাজারে পান কিনতে এসে বিপাকে পড়ছেন আবার অনেকেই পান খাওয়া আগের তুলনায় কমিয়েছেন। কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় চলতি মৌসুমে পান চাষ তেমন বাড়েনি। খুচরা পান বিক্রেতা আল-আমিন ও বেলাল সহ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা এখন বেশি পুজি খাটিয়ে অল্প আয় করছেন। পানের দাম কম থাকলে বেচা কেনা বেশি হয়, তাতে অল্প লাভ করলেও আয় বেশি হয়। নান্দাইল চৌরাস্তা বাজারের পানের আড়তদার মো. রুহুল আমিন ভুইয়া বলেন, কিছুদিন আগের শৈত্যপ্রবাহে পান গাছ কুকড়ে গেছে ও পান পাতা ঝরে পড়ছে। শুধু তাই নয় ঘন কুয়াশার কারণে সূর্যালোক না পড়ায় পান পাতা সাদা হয়ে ঝরে পড়ছে। যার ফলে পানের আড়তে পান আমদানী ও সরবরাহ খুবই কম, যার দরুণ পানের বাজার এবং দাম বেড়েছে। উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন জানায়, পানের দাম বাড়তি থাকায় পান চাষিরা লাভজনক। নান্দাইলে ৭৫ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। উপজেলার প্রায় ২২০০টি পানের বরজ রয়েছে। সরকারিভাবে পান চাষিদের প্রশিক্ষনের চেষ্টা করছি।