বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার Logo রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ Logo ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo ১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

নান্দাইলে পানের দাম আকাশচুম্বী এক সপ্তাহে ৩গুন মুল্য বৃদ্ধি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলায় পানের দাম আকাশচুম্বী, হঠাৎ করেই পানের বাজার লাগামহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন অল্প আয়ের মানুষ। অনেকেই পান খাওয়া প‚র্বের চেয়ে অনেক কমিয়েছেন। তবে পানের বাড়তি দাম থাকায় পান চাষিদের মুখে ফুটেছে নতুন হাসি। তিনগুন দামে বিক্রী হচ্ছে এখানকার পান। সরজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১ ভিড়া পান কিনতে দেড় কেজি মাংসের সমান মূল্য দিতে হচ্ছে। সর্ব নি¤œ ১ বিড়া পানের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। আকারভেদে ভালোমানের ১ ভিড়া পানের দাম প্রায় ৭০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। নান্দাইল সদর, নান্দাইল চৌরাস্তা, বাশঁহাটি, মুশুলী, চামটা, কানারামপুর ও নান্দাইল রোড বাজারসহ বেশ কিছু বাজারে কয়েক দিনের ব্যবধানে পানের দর কয়েকগুন বেড়েছে। ফলে পান পিপাসুদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহ আগে এক বিড়া (৮০টা পান) বিক্রি হতো ৮০ টাকা থেকে ১২০ টাকায়। হঠাৎ করেই বেড়ে গিয়ে এক বিড়া পান সর্বনি¤œ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে। এতে করে পান পিপাসুরা বাজারে পান কিনতে এসে বিপাকে পড়ছেন আবার অনেকেই পান খাওয়া আগের তুলনায় কমিয়েছেন। কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় চলতি মৌসুমে পান চাষ তেমন বাড়েনি। খুচরা পান বিক্রেতা আল-আমিন ও বেলাল সহ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা এখন বেশি পুজি খাটিয়ে অল্প আয় করছেন। পানের দাম কম থাকলে বেচা কেনা বেশি হয়, তাতে অল্প লাভ করলেও আয় বেশি হয়। নান্দাইল চৌরাস্তা বাজারের পানের আড়তদার মো. রুহুল আমিন ভুইয়া বলেন, কিছুদিন আগের শৈত্যপ্রবাহে পান গাছ কুকড়ে গেছে ও পান পাতা ঝরে পড়ছে। শুধু তাই নয় ঘন কুয়াশার কারণে সূর্যালোক না পড়ায় পান পাতা সাদা হয়ে ঝরে পড়ছে। যার ফলে পানের আড়তে পান আমদানী ও সরবরাহ খুবই কম, যার দরুণ পানের বাজার এবং দাম বেড়েছে। উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন জানায়, পানের দাম বাড়তি থাকায় পান চাষিরা লাভজনক। নান্দাইলে ৭৫ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। উপজেলার প্রায় ২২০০টি পানের বরজ রয়েছে। সরকারিভাবে পান চাষিদের প্রশিক্ষনের চেষ্টা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের

নান্দাইলে পানের দাম আকাশচুম্বী এক সপ্তাহে ৩গুন মুল্য বৃদ্ধি

আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলায় পানের দাম আকাশচুম্বী, হঠাৎ করেই পানের বাজার লাগামহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন অল্প আয়ের মানুষ। অনেকেই পান খাওয়া প‚র্বের চেয়ে অনেক কমিয়েছেন। তবে পানের বাড়তি দাম থাকায় পান চাষিদের মুখে ফুটেছে নতুন হাসি। তিনগুন দামে বিক্রী হচ্ছে এখানকার পান। সরজমিন উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১ ভিড়া পান কিনতে দেড় কেজি মাংসের সমান মূল্য দিতে হচ্ছে। সর্ব নি¤œ ১ বিড়া পানের দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা। আকারভেদে ভালোমানের ১ ভিড়া পানের দাম প্রায় ৭০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। নান্দাইল সদর, নান্দাইল চৌরাস্তা, বাশঁহাটি, মুশুলী, চামটা, কানারামপুর ও নান্দাইল রোড বাজারসহ বেশ কিছু বাজারে কয়েক দিনের ব্যবধানে পানের দর কয়েকগুন বেড়েছে। ফলে পান পিপাসুদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহ আগে এক বিড়া (৮০টা পান) বিক্রি হতো ৮০ টাকা থেকে ১২০ টাকায়। হঠাৎ করেই বেড়ে গিয়ে এক বিড়া পান সর্বনি¤œ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা করে। এতে করে পান পিপাসুরা বাজারে পান কিনতে এসে বিপাকে পড়ছেন আবার অনেকেই পান খাওয়া আগের তুলনায় কমিয়েছেন। কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় চলতি মৌসুমে পান চাষ তেমন বাড়েনি। খুচরা পান বিক্রেতা আল-আমিন ও বেলাল সহ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা এখন বেশি পুজি খাটিয়ে অল্প আয় করছেন। পানের দাম কম থাকলে বেচা কেনা বেশি হয়, তাতে অল্প লাভ করলেও আয় বেশি হয়। নান্দাইল চৌরাস্তা বাজারের পানের আড়তদার মো. রুহুল আমিন ভুইয়া বলেন, কিছুদিন আগের শৈত্যপ্রবাহে পান গাছ কুকড়ে গেছে ও পান পাতা ঝরে পড়ছে। শুধু তাই নয় ঘন কুয়াশার কারণে সূর্যালোক না পড়ায় পান পাতা সাদা হয়ে ঝরে পড়ছে। যার ফলে পানের আড়তে পান আমদানী ও সরবরাহ খুবই কম, যার দরুণ পানের বাজার এবং দাম বেড়েছে। উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন জানায়, পানের দাম বাড়তি থাকায় পান চাষিরা লাভজনক। নান্দাইলে ৭৫ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। উপজেলার প্রায় ২২০০টি পানের বরজ রয়েছে। সরকারিভাবে পান চাষিদের প্রশিক্ষনের চেষ্টা করছি।