মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সরকার বাহাদুরের খাস খতিয়ান ভূক্ত ভূমির রোপনকৃত গাছ প্রভাব খাটিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে।অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ, বাজকাশারা গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র মোঃ মসুদ মিয়া অভিযোগ করেন,ওই উপজেলার বাজকাশারা মৌজার জেএলনং ৯৮ খতিয়ান নং১ দাগ নং ১০৯৯ শ্রেণী গোপাট রকম ভুমি হতে গত রবিবার সকাল ১০ টার সময় প্রভাব খাটিয়ে উলেখিত ভূমির রোপনকৃত বিভিন্ন জাতের ৩৩টি গাছ এর মধ্যে ৭টি সুপারী ১টি মেরু ও ২৫টি আকাশি/বেনজিয়াম গাছ অবৈধভাবে কর্তন করেছে একই গ্রামের মৃত আব্দুল হাফিজ এর পুত্র মোঃ আব্দুল খালিক, তাঁর পুত্র মোঃ জাহাঙ্গীর মিয়া, শিপন মিয়া, আলী হোসেন। যার মূল্য ৭০/৮০ হাজার টাকার হবে।এনিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)বরাবর মোঃ মসুদ মিয়া অভিযোগ করেছেন।এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি-ওসমানীর সাথে অভিযোগের সত্যতা জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ দেয়া হয়েছে সত্য। যাছাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।






























