ঝিনাইদহ প্রতিনিধিঃ শনিবার বিকালে ঝিনাইদহ জেলা শহরের চাকলাপাড়ায় সিও কনভেনশন সেন্টারে ২দিনব্যাপী ৫টি জেলার ফিল্ড অফিসারদের ট্রেনিং সম্পন্ন হয়েছে। সিও সংস্থার আয়োজনে ৫টি জেলার ২৩ জন ফিল্ড অফিসার ট্রেনিং-এ অংশগ্রহন করেন। সমাপনি দিনে ট্রেনিং-এ প্রধান অতিথী ছিলেন সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন-সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সেভ ঝিনাইদহ নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাদশা, সিও প্রতিষ্ঠানের সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন, সিও সংস্থার ট্রেনিং এন্ড রিসোর্সের সরোজ দাস, ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন, হিসাবরক্ষক বদরুল আমিন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীনসহ সিও সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রমূখ। ফিল্ড অফিসার গন তাদের মূল্যবান মতামত ব্যাক্ত করেন ও সংস্থাকে আরো ব্যাপকহারে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কঠর ভাবে পরিশ্রম ও টার্গেট পূরনের আশ্বাস দেন।