মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত 

ঝালকাঠিতে একই রাতে প্রায়ত চেয়াম্যানের বাড়ি সহ দুটি বাড়ীতে ডাকাতি।

  • আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নে একই রাতে মক্রমপুর ও দাড়িয়াপুর গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। গতকাল রাত অানুমানিক ১টার সময়  নবগ্রাম পশ্চিম  পাড়স্থ বাজারের তৈল বব্যবসায়ী মো: শাহঅালম মৃধার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ বিষয় ব্যবসায়ী শাহঅালাম মৃধা জানান,  রাত তখন ১টা অামার নববিবাহিত মেয়ে বারান্দায় ঘুমিয়ে ছিল হঠাৎ ঘরের ভিতরে অালমারি খোলার শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। অামার মেয়ে তখন সে তার মা’কে ডাক দেয় তার মায়ের ঘুম ভাঙ্গলে সে অামাকে ঘুম থেকে জাগালে অামরা ঘরের ভিতরের অালো জ্বালাতে গেলে ঘরের বাহিরে লোকের অানাগোনা টের পেয়ে চিৎকার করতে থাকি। অামাদের চিৎকারে পার্শবর্তী বাড়ির লোকজন অাসলে তারা বাহির থেকে অামাদের অাটকিয়ে  রাখা ঘরের দড়জা খুলে ভিতরে অাসে।  পরে দেখতে পাই অামার ঘরের ভিতরে অালমারি থেকে নগদ ৮৩০০০ টাকা ও প্রায়  ৩ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।

অপর দিকে রাত অানুমানিক অাড়াইটার সময় একই ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয় প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের মেঝ ভাই ভারুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধার শিক্ষক সৈয়দ অালমগীর হোসেন জানায়, রাত অানুমানিক ২ টার সময় অামার ঘরের সামনের দড়জায় থাকা তালা ভেঙ্গে সামনের রুমে ঢুকে সেখান থেকে ঘরের ভিতর ঢুকতে না পেরে মাটি কেটে একদল ডাকাত ঢুকে,  ঘরের ভিতর ঢুকার শব্দে অামার ঘুম ভাঙ্গলে অামি বিছানা থেকে উঠতে গেলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত অামার অালমারির চাবি নিয়ে তারা  অামার হাত,পা বেধে লেপ দিয়ে  ঢেকে রাখে।  পরে অালমারির ভিতর থাকা নগদ অর্ধলক্ষ টাকা ও অানুমানিক পাঁচ ভরি স্বর্নালঙ্কার, দুটি মোবাইল ফোন, অালমারির ভিতর থাকা কাপড় নিয়ে যায়।  তারা যাওয়ার পর পরই অামি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পার্শবর্তী লোকজন অামার বাড়ীতে অাসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫

ঝালকাঠিতে একই রাতে প্রায়ত চেয়াম্যানের বাড়ি সহ দুটি বাড়ীতে ডাকাতি।

আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নে একই রাতে মক্রমপুর ও দাড়িয়াপুর গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। গতকাল রাত অানুমানিক ১টার সময়  নবগ্রাম পশ্চিম  পাড়স্থ বাজারের তৈল বব্যবসায়ী মো: শাহঅালম মৃধার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ বিষয় ব্যবসায়ী শাহঅালাম মৃধা জানান,  রাত তখন ১টা অামার নববিবাহিত মেয়ে বারান্দায় ঘুমিয়ে ছিল হঠাৎ ঘরের ভিতরে অালমারি খোলার শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। অামার মেয়ে তখন সে তার মা’কে ডাক দেয় তার মায়ের ঘুম ভাঙ্গলে সে অামাকে ঘুম থেকে জাগালে অামরা ঘরের ভিতরের অালো জ্বালাতে গেলে ঘরের বাহিরে লোকের অানাগোনা টের পেয়ে চিৎকার করতে থাকি। অামাদের চিৎকারে পার্শবর্তী বাড়ির লোকজন অাসলে তারা বাহির থেকে অামাদের অাটকিয়ে  রাখা ঘরের দড়জা খুলে ভিতরে অাসে।  পরে দেখতে পাই অামার ঘরের ভিতরে অালমারি থেকে নগদ ৮৩০০০ টাকা ও প্রায়  ৩ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।

অপর দিকে রাত অানুমানিক অাড়াইটার সময় একই ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয় প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের মেঝ ভাই ভারুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধার শিক্ষক সৈয়দ অালমগীর হোসেন জানায়, রাত অানুমানিক ২ টার সময় অামার ঘরের সামনের দড়জায় থাকা তালা ভেঙ্গে সামনের রুমে ঢুকে সেখান থেকে ঘরের ভিতর ঢুকতে না পেরে মাটি কেটে একদল ডাকাত ঢুকে,  ঘরের ভিতর ঢুকার শব্দে অামার ঘুম ভাঙ্গলে অামি বিছানা থেকে উঠতে গেলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত অামার অালমারির চাবি নিয়ে তারা  অামার হাত,পা বেধে লেপ দিয়ে  ঢেকে রাখে।  পরে অালমারির ভিতর থাকা নগদ অর্ধলক্ষ টাকা ও অানুমানিক পাঁচ ভরি স্বর্নালঙ্কার, দুটি মোবাইল ফোন, অালমারির ভিতর থাকা কাপড় নিয়ে যায়।  তারা যাওয়ার পর পরই অামি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পার্শবর্তী লোকজন অামার বাড়ীতে অাসে।