শিরোনাম :
Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার Logo ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo খুবিতে প্রথম আলো বন্ধুসভা ও খুবিসাস আয়োজিত কর্মশালা Logo কচুয়ার পূর্ব বিতারা জামালিয়া নূরানী হাফেজিয়া মাদরাসায় ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে একই রাতে প্রায়ত চেয়াম্যানের বাড়ি সহ দুটি বাড়ীতে ডাকাতি।

  • আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নে একই রাতে মক্রমপুর ও দাড়িয়াপুর গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। গতকাল রাত অানুমানিক ১টার সময়  নবগ্রাম পশ্চিম  পাড়স্থ বাজারের তৈল বব্যবসায়ী মো: শাহঅালম মৃধার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ বিষয় ব্যবসায়ী শাহঅালাম মৃধা জানান,  রাত তখন ১টা অামার নববিবাহিত মেয়ে বারান্দায় ঘুমিয়ে ছিল হঠাৎ ঘরের ভিতরে অালমারি খোলার শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। অামার মেয়ে তখন সে তার মা’কে ডাক দেয় তার মায়ের ঘুম ভাঙ্গলে সে অামাকে ঘুম থেকে জাগালে অামরা ঘরের ভিতরের অালো জ্বালাতে গেলে ঘরের বাহিরে লোকের অানাগোনা টের পেয়ে চিৎকার করতে থাকি। অামাদের চিৎকারে পার্শবর্তী বাড়ির লোকজন অাসলে তারা বাহির থেকে অামাদের অাটকিয়ে  রাখা ঘরের দড়জা খুলে ভিতরে অাসে।  পরে দেখতে পাই অামার ঘরের ভিতরে অালমারি থেকে নগদ ৮৩০০০ টাকা ও প্রায়  ৩ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।

অপর দিকে রাত অানুমানিক অাড়াইটার সময় একই ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয় প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের মেঝ ভাই ভারুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধার শিক্ষক সৈয়দ অালমগীর হোসেন জানায়, রাত অানুমানিক ২ টার সময় অামার ঘরের সামনের দড়জায় থাকা তালা ভেঙ্গে সামনের রুমে ঢুকে সেখান থেকে ঘরের ভিতর ঢুকতে না পেরে মাটি কেটে একদল ডাকাত ঢুকে,  ঘরের ভিতর ঢুকার শব্দে অামার ঘুম ভাঙ্গলে অামি বিছানা থেকে উঠতে গেলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত অামার অালমারির চাবি নিয়ে তারা  অামার হাত,পা বেধে লেপ দিয়ে  ঢেকে রাখে।  পরে অালমারির ভিতর থাকা নগদ অর্ধলক্ষ টাকা ও অানুমানিক পাঁচ ভরি স্বর্নালঙ্কার, দুটি মোবাইল ফোন, অালমারির ভিতর থাকা কাপড় নিয়ে যায়।  তারা যাওয়ার পর পরই অামি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পার্শবর্তী লোকজন অামার বাড়ীতে অাসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

ঝালকাঠিতে একই রাতে প্রায়ত চেয়াম্যানের বাড়ি সহ দুটি বাড়ীতে ডাকাতি।

আপডেট সময় : ১১:৫৪:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নে একই রাতে মক্রমপুর ও দাড়িয়াপুর গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। গতকাল রাত অানুমানিক ১টার সময়  নবগ্রাম পশ্চিম  পাড়স্থ বাজারের তৈল বব্যবসায়ী মো: শাহঅালম মৃধার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ বিষয় ব্যবসায়ী শাহঅালাম মৃধা জানান,  রাত তখন ১টা অামার নববিবাহিত মেয়ে বারান্দায় ঘুমিয়ে ছিল হঠাৎ ঘরের ভিতরে অালমারি খোলার শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। অামার মেয়ে তখন সে তার মা’কে ডাক দেয় তার মায়ের ঘুম ভাঙ্গলে সে অামাকে ঘুম থেকে জাগালে অামরা ঘরের ভিতরের অালো জ্বালাতে গেলে ঘরের বাহিরে লোকের অানাগোনা টের পেয়ে চিৎকার করতে থাকি। অামাদের চিৎকারে পার্শবর্তী বাড়ির লোকজন অাসলে তারা বাহির থেকে অামাদের অাটকিয়ে  রাখা ঘরের দড়জা খুলে ভিতরে অাসে।  পরে দেখতে পাই অামার ঘরের ভিতরে অালমারি থেকে নগদ ৮৩০০০ টাকা ও প্রায়  ৩ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।

অপর দিকে রাত অানুমানিক অাড়াইটার সময় একই ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয় প্রায়ত চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর হোসেনের মেঝ ভাই ভারুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধার শিক্ষক সৈয়দ অালমগীর হোসেন জানায়, রাত অানুমানিক ২ টার সময় অামার ঘরের সামনের দড়জায় থাকা তালা ভেঙ্গে সামনের রুমে ঢুকে সেখান থেকে ঘরের ভিতর ঢুকতে না পেরে মাটি কেটে একদল ডাকাত ঢুকে,  ঘরের ভিতর ঢুকার শব্দে অামার ঘুম ভাঙ্গলে অামি বিছানা থেকে উঠতে গেলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত অামার অালমারির চাবি নিয়ে তারা  অামার হাত,পা বেধে লেপ দিয়ে  ঢেকে রাখে।  পরে অালমারির ভিতর থাকা নগদ অর্ধলক্ষ টাকা ও অানুমানিক পাঁচ ভরি স্বর্নালঙ্কার, দুটি মোবাইল ফোন, অালমারির ভিতর থাকা কাপড় নিয়ে যায়।  তারা যাওয়ার পর পরই অামি ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পার্শবর্তী লোকজন অামার বাড়ীতে অাসে।