নিউজ ডেস্ক:
পর্তুগারের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মারিও সোয়ারেস আর নেই। শনিবার দেশটির রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর বিবিসির।
কারনেশন বিপ্লবের পর ডানপন্থী একনায়কতন্ত্রের পতনের মাধ্যমে সোয়ারেস ১৯৭৬ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮০ দশকে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ১৯৮৪ থেকে ৯৬ সাল পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এদিকে, পর্তুগারের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির সরকার।