সোমবার | ২৪ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর Logo জীবননগরে পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, গোপন পলিটিক্স করি না Logo শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩ Logo চকরিয়ার চিংড়িজোন মৎস্য চাষের উর্বর ভূমি,এখানে আধুনিক পদ্ধতিতে চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের অমিত সম্ভাবনা রয়েছে Logo পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ Logo টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক Logo মিয়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্টসহ ৯ পাচারকারী আটক Logo চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo বিজয়ী নারী উন্নয়ন সংস্থার কম্বল পেয়ে অসহায় দুঃখীদের মুখে হাসি Logo চাঁদপুর সদরের ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ সরকারি বিধান না মেনে দয়া করে কেউ অবৈধভাবে বিদেশ যাবেন না-ইউএনও এস এম এন জামিউল হিকমা

মনকে বশে আনার উপায়!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোনও কাজ করার সময় সবসময় অন্যমনস্ক? এক জায়গায় মন দিয়ে কাজ করতেই পারছেন না? সমস্যা কিন্তু মোটেই ছোট নয়৷ তাই এড়িয়ে গিয়ে লাভ নেই৷ বরং সমস্যার সঙ্গে মোকাবিলা করুন৷ কীভাবে কাজে মনোযোগ আনবেন জেনে নিন:

ফোন সাইলেন্ট রাখুন: কোনও কাজ করতে বসলেন কিন্তু তার মাঝে বার বার ফোন ভাইব্রেট হওয়া মানে বার বার কনসেনট্রেশন ব্রেক৷ চেষ্টা করুন ফোন সাইলেন্ট মুডে রাখতে৷ তবে জরুরি ফোনের জন্য অ্যালারট মুড অন করে রাখুন৷ কাজের ফোনও আসতে পারে।

কাজ জমাবেন না: কাজ না জমিয়ে সবসময় আগে থেকে করে রাখার চেষ্টা করুন৷ আপনার ডেডলাইনের একঘণ্টা আগে কাজ করতে বসলে মনোযোগ আসা তো দূরের কথা, এতটাই তাড়াহুড়ো হবে যে ছড়িয়ে ফেলবেন সবটা৷ তাই আগে থেকে কাজ করে রাখার চেষ্টা করুন৷

জায়গা নির্দিষ্ট করুন: কাজ করার জন্য সবসময় উপযুক্ত পরিবেশ দরকার৷ তাই কোথায় কাজ করবেন সেটা আগে নির্দিষ্ট করুন৷ রোজ রোজ নিজের অবস্থান বদলালে কনসেনট্রেশনে অসুবিধা হয়৷ যেখানে বসে কাজ করতে ভালো লাগবে সেখানেই রোজ বসুন৷ এতে কাজে উদ্যম আসবে৷

লক্ষ্য স্থির করুন: নিজের মধ্যে ডিটারমিনেশন আনা খুব জরুরি৷ তাই আগে লক্ষ্য স্থির করুন৷ নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে হবে এই বিষয়ে নিজের মধ্যে জেদ না আনলে চলবে না৷ সুতরাং আগে একটা টাইম সেট করে নিন৷

কাজের জায়গা পরিষ্কার রাখুন: পরিষ্কার জায়গায় আর যাই হোক মনোযোগ আসতে পারে না৷ নিজের কাজের জায়গা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন৷ নিট অ্যান্ড ক্লিন জায়গায় তরতরিয়ে কাজ এগোবে৷

মাঝে মাঝে ব্রেক নিন: পর পর কাজ করে গেলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে৷ তাই ছোট ছোট ব্রেক নিন৷ ধরুন একটা কাজ করে একটু কফি খেয়ে এলেন৷ কিংবা অফিসটা একপাক ঘুরে এলেন৷ অথবা নিজের হেডফোন বের করে একটু গান শুনে নিলেন৷ এতে একঘেয়েমি কাটবে এবং মনোযোগ বাড়বে

রুটিন বানান: রুটিন মাফিক কাজ করলে একটা অভ্যাস তৈরি হবে ফলে মানসিক স্থিতি আসবে৷ এক্ষেত্রে মনোযোগ বাড়বে৷

যোগব্যায়াম: কনসেনট্রেশন ফেরানোর জন্য কোনও যোগা ক্লাসে জয়েন করুন৷ বাড়িতে মেডিটেশনও করতে পারেন৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

মনকে বশে আনার উপায়!

আপডেট সময় : ০৩:৫১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

কোনও কাজ করার সময় সবসময় অন্যমনস্ক? এক জায়গায় মন দিয়ে কাজ করতেই পারছেন না? সমস্যা কিন্তু মোটেই ছোট নয়৷ তাই এড়িয়ে গিয়ে লাভ নেই৷ বরং সমস্যার সঙ্গে মোকাবিলা করুন৷ কীভাবে কাজে মনোযোগ আনবেন জেনে নিন:

ফোন সাইলেন্ট রাখুন: কোনও কাজ করতে বসলেন কিন্তু তার মাঝে বার বার ফোন ভাইব্রেট হওয়া মানে বার বার কনসেনট্রেশন ব্রেক৷ চেষ্টা করুন ফোন সাইলেন্ট মুডে রাখতে৷ তবে জরুরি ফোনের জন্য অ্যালারট মুড অন করে রাখুন৷ কাজের ফোনও আসতে পারে।

কাজ জমাবেন না: কাজ না জমিয়ে সবসময় আগে থেকে করে রাখার চেষ্টা করুন৷ আপনার ডেডলাইনের একঘণ্টা আগে কাজ করতে বসলে মনোযোগ আসা তো দূরের কথা, এতটাই তাড়াহুড়ো হবে যে ছড়িয়ে ফেলবেন সবটা৷ তাই আগে থেকে কাজ করে রাখার চেষ্টা করুন৷

জায়গা নির্দিষ্ট করুন: কাজ করার জন্য সবসময় উপযুক্ত পরিবেশ দরকার৷ তাই কোথায় কাজ করবেন সেটা আগে নির্দিষ্ট করুন৷ রোজ রোজ নিজের অবস্থান বদলালে কনসেনট্রেশনে অসুবিধা হয়৷ যেখানে বসে কাজ করতে ভালো লাগবে সেখানেই রোজ বসুন৷ এতে কাজে উদ্যম আসবে৷

লক্ষ্য স্থির করুন: নিজের মধ্যে ডিটারমিনেশন আনা খুব জরুরি৷ তাই আগে লক্ষ্য স্থির করুন৷ নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে হবে এই বিষয়ে নিজের মধ্যে জেদ না আনলে চলবে না৷ সুতরাং আগে একটা টাইম সেট করে নিন৷

কাজের জায়গা পরিষ্কার রাখুন: পরিষ্কার জায়গায় আর যাই হোক মনোযোগ আসতে পারে না৷ নিজের কাজের জায়গা যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন৷ নিট অ্যান্ড ক্লিন জায়গায় তরতরিয়ে কাজ এগোবে৷

মাঝে মাঝে ব্রেক নিন: পর পর কাজ করে গেলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে৷ তাই ছোট ছোট ব্রেক নিন৷ ধরুন একটা কাজ করে একটু কফি খেয়ে এলেন৷ কিংবা অফিসটা একপাক ঘুরে এলেন৷ অথবা নিজের হেডফোন বের করে একটু গান শুনে নিলেন৷ এতে একঘেয়েমি কাটবে এবং মনোযোগ বাড়বে

রুটিন বানান: রুটিন মাফিক কাজ করলে একটা অভ্যাস তৈরি হবে ফলে মানসিক স্থিতি আসবে৷ এক্ষেত্রে মনোযোগ বাড়বে৷

যোগব্যায়াম: কনসেনট্রেশন ফেরানোর জন্য কোনও যোগা ক্লাসে জয়েন করুন৷ বাড়িতে মেডিটেশনও করতে পারেন৷