জেনে নিন কেন চোখে চোখ রেখে কথা বলা যায় না ?

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কথা না বলে বেশ কিছু সময় চোখে চোখ রাখা সহজ। কিন্তু বিপত্তিটা বাধে চোখে চোখ রেখে কথা বলার সময়। কেন এমনটা হয় তার প্রশ্ন খুঁজতে  জাপানের কাজিমুরা ও নোমুরার নেতৃত্বে একদল স্নায়ুবিজ্ঞানী গবেষণা করেছিলেন।

গবেষকরা জানিয়েছেন, কথা বলার সময় শব্দ খুঁজতে হয়। কিন্তু চোখে চোখ রেখে সেটা কঠিন। এজন্যই শব্দ খোঁজার দিকে মনোযোগ দিতে আমরা চোখ সরিয়ে নিই।

পরীক্ষাটি করার সময় গবেষকরা ২৬ ব্যক্তিকে কম্পিউটারের সামনে বসিয়ে দেন। যান্ত্রিক মুখের সামনে মুখ রেখে তাদের একটি শব্দের খেলা খেলতে বলা হয়। কিন্তু প্রতিবারই শব্দ খোঁজার ওইসব ব্যক্তি চোখ সরিয়ে নিতেন। কারণ তারা ওই সময় স্মৃতি থেকে শব্দ অনুসন্ধান করছিলেন।

গবেষকরা বলেন, বিশেষ্য বা বিশেষণের চেয়ে ক্রিয়াপদ খুঁজতেই মানুষ বেশি সময় নিয়ে থাকে। ‘কগনিশন’ নামক একটি সাময়িকীতে গবেষেণাটি প্রকাশিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জেনে নিন কেন চোখে চোখ রেখে কথা বলা যায় না ?

আপডেট সময় : ১১:৫৮:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

কথা না বলে বেশ কিছু সময় চোখে চোখ রাখা সহজ। কিন্তু বিপত্তিটা বাধে চোখে চোখ রেখে কথা বলার সময়। কেন এমনটা হয় তার প্রশ্ন খুঁজতে  জাপানের কাজিমুরা ও নোমুরার নেতৃত্বে একদল স্নায়ুবিজ্ঞানী গবেষণা করেছিলেন।

গবেষকরা জানিয়েছেন, কথা বলার সময় শব্দ খুঁজতে হয়। কিন্তু চোখে চোখ রেখে সেটা কঠিন। এজন্যই শব্দ খোঁজার দিকে মনোযোগ দিতে আমরা চোখ সরিয়ে নিই।

পরীক্ষাটি করার সময় গবেষকরা ২৬ ব্যক্তিকে কম্পিউটারের সামনে বসিয়ে দেন। যান্ত্রিক মুখের সামনে মুখ রেখে তাদের একটি শব্দের খেলা খেলতে বলা হয়। কিন্তু প্রতিবারই শব্দ খোঁজার ওইসব ব্যক্তি চোখ সরিয়ে নিতেন। কারণ তারা ওই সময় স্মৃতি থেকে শব্দ অনুসন্ধান করছিলেন।

গবেষকরা বলেন, বিশেষ্য বা বিশেষণের চেয়ে ক্রিয়াপদ খুঁজতেই মানুষ বেশি সময় নিয়ে থাকে। ‘কগনিশন’ নামক একটি সাময়িকীতে গবেষেণাটি প্রকাশিত হয়েছে।