নিউজ ডেস্ক:
* প্রতিদিনে আট গ্লাস পানি পান করুন
একজন পূর্ণবয়স্ক লোকের দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করা প্রয়োজন। একজন মানুষের শরীরের শতকরা ৬০ ভাগই পানি। খাবার হজম, রক্ত সঞ্চালন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে যখন পানির অভাব দেখা তখন তা পূরণের জন্য শরীর মলাশয় থেকে পানি নেয়, এতে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
* নিয়মিত দাঁত ব্রাশ করুন
দাঁত ও মাড়ির ক্ষয়রোধ করতে নিয়মিত দাঁত ব্রাশ করা প্রয়োজন। কিন্তু মুখ পরিষ্কার রাখতে শুধু দাঁত মাজলেই চলবে না, জিহ্বারও যত্ন নিতে হবে। নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে। জিহ্বার নিচের অংশ ব্যাকটেরিয়া বসবাসের জন্য দারুণ এক স্থান। নিয়মিত জিহ্বা পরিষ্কার না করার ফলে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়াটাই স্বাভাবিক।
* নিয়মিত সানস্ক্রিন ব্যবহার
নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকারী। সানস্ক্রিন ব্যবহারে শুধু চামড়া টানটান হওয়া থেকে রক্ষা পাওয়া যায় তা নয়, এটা প্রকৃত বয়সও বুঝতে দেয় না। তা ছাড়া এটা স্কিন ক্যান্সারের আশঙ্কা কমিয়ে দেয়। সে কারণে রৌদ্রোজ্জ্বল দিন হোক আর বৃষ্টিঝরা দিন হোক প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
* চোখের বিশ্রামে সতর্ক থাকুন
চোখের বিশেষজ্ঞরা মনে করেন, প্রতি ২০ মিনিট কম্পিউটারে কাজের পর ২০ সেকেন্ড চোখকে বিশ্রাম দেওয়া উচিত। এ সময়ে ২০ ফুট দূরের কোনো বস্তুর প্রতি লক্ষ্য করা ভালো। আজকাল বেশির ভাগ অফিসের কাজ কম্পিউটারে হয়। সে কারণে চাকরিজীবীরা তো বটেই লেখাপড়ার কারণে অনেক ছাত্রের দিনের বেশির ভাগ সময় কম্পিউটার বা ল্যাপটপের সামনেই কাটে। কিন্তু একনাগাড়ে অধিক সময় কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে, কম আলোয় কম্পিউটার ব্যবহার করলে এমনকি কম্পিউটারের সঙ্গে বসার অবস্থান যদি সঠিক না হয় তাহলে চোখের ওপর চাপ পড়ে।