নিউজ ডেস্ক:
বুধবার রাতে সিলেটের পাঠানটুলার রশীদ মঞ্জিলে ওঠে শাফাত আহমদ ও সাদমান সাকিফ। পাঠানটুলালার ওই বাসার মালিক মামুনুর রশিদ প্রবাসী। এই ভবনে তার মা এবং নুরন্নবি নামের একজন কেয়ারটেকার থাকেন।
নুরন্নবি জানান, রাত সাড়ে ১১টার দিকে মামুনুর রশিদের বন্ধু মাসুম ওই বাসায় শাফাত ও সাকিফকে রাখতে বলে। তারপর থেকেই তারা ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিপুল সংখ্যক পুলিশ বাড়ি ঘেরাও করে। কিছুক্ষণ পরই ওপরে উঠে পুলিশ তাদের ধরে নিয়ে যায় বলে জানান নুরন্নবী।
সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসাও একই তথ্য জানিয়েছেন।




































