দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

আল-মাহাদী কুষ্টিয়া প্রতিনিধি পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপি’র গাবতলা গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৫ জন কৃষক। স্থানীয় এলাকাবাসী’র সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে মোঃ রাজু আহমেদের ছেলে ইমন (১৪) স্কুলে প্রাইভেট পড়তে যাই। সেখানে একই গ্রামের মোঃ কাশেম এর ছেলে পিকলু ও হাসেম এর ছেলে রুবেল ইমনকে মারধর করে। এ বিষয়টি মীমাংসার জন্য ইমনের পরিবারের লোকজন পিকলু ও রুবেলের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে হাফিজুল মাস্টারের নির্দেশে ১. হাসান (৩২) পিতা হাসেম আলী ২. হাসেম আলী (৫০), পিতা জাফর আলী ৩. ইয়ারুল (২৫) পিতা বিশু ৪. বজলু (৩০) পিতা তুফা ৫. সইরুদ্দিন (৫৫) পিতা মৃত ফয়েজ আলী ৬. ছোরাম আলী (৫৩) পিতা মৃতঃ ফয়েজ উদ্দীন ৭. চয়েন উদ্দীন (৫০) পিতা মৃত ফয়েজ উদ্দীন সহ আরও অনেকে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। উক্ত হামলায় ১. ফাকের আলী (৫২) পিতা মৃতঃ হারেজ আলী (হারু মন্ডল) ২. মোঃ হায়দার আলী (৪৮) পিতা মৃতঃ হারেজ আলী (হারু মন্ডল) ৩. মোঃ নবীর উদ্দীন (নতু) (৬০) পিতা মৃতঃ জসীম উদ্দীন ৪. ইয়াদুল ইসলাম (৫০) পিতা মৃতঃ আতর আলী ৫. তাজবার আলী (৪০) পিতা মৃতঃ আকবার আলী নামে ৫ কৃষক আহত হয়।
আহতদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফাকের আলী, ইয়াদুল ইসলাম ও নবীর উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, এ ব্যপারে দৌলতপুর থানায় মোঃ আজবার হোসেন বাদী হয়ে ১৩ জন এজাহারভুক্ত ও ১০-১২ জন অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেছে । মামলা নং ৩৬, ২৪/০৪/১৭ ইং।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় : ১০:৩৫:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

আল-মাহাদী কুষ্টিয়া প্রতিনিধি পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপি’র গাবতলা গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৫ জন কৃষক। স্থানীয় এলাকাবাসী’র সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টার দিকে মোঃ রাজু আহমেদের ছেলে ইমন (১৪) স্কুলে প্রাইভেট পড়তে যাই। সেখানে একই গ্রামের মোঃ কাশেম এর ছেলে পিকলু ও হাসেম এর ছেলে রুবেল ইমনকে মারধর করে। এ বিষয়টি মীমাংসার জন্য ইমনের পরিবারের লোকজন পিকলু ও রুবেলের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে হাফিজুল মাস্টারের নির্দেশে ১. হাসান (৩২) পিতা হাসেম আলী ২. হাসেম আলী (৫০), পিতা জাফর আলী ৩. ইয়ারুল (২৫) পিতা বিশু ৪. বজলু (৩০) পিতা তুফা ৫. সইরুদ্দিন (৫৫) পিতা মৃত ফয়েজ আলী ৬. ছোরাম আলী (৫৩) পিতা মৃতঃ ফয়েজ উদ্দীন ৭. চয়েন উদ্দীন (৫০) পিতা মৃত ফয়েজ উদ্দীন সহ আরও অনেকে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। উক্ত হামলায় ১. ফাকের আলী (৫২) পিতা মৃতঃ হারেজ আলী (হারু মন্ডল) ২. মোঃ হায়দার আলী (৪৮) পিতা মৃতঃ হারেজ আলী (হারু মন্ডল) ৩. মোঃ নবীর উদ্দীন (নতু) (৬০) পিতা মৃতঃ জসীম উদ্দীন ৪. ইয়াদুল ইসলাম (৫০) পিতা মৃতঃ আতর আলী ৫. তাজবার আলী (৪০) পিতা মৃতঃ আকবার আলী নামে ৫ কৃষক আহত হয়।
আহতদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফাকের আলী, ইয়াদুল ইসলাম ও নবীর উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, এ ব্যপারে দৌলতপুর থানায় মোঃ আজবার হোসেন বাদী হয়ে ১৩ জন এজাহারভুক্ত ও ১০-১২ জন অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেছে । মামলা নং ৩৬, ২৪/০৪/১৭ ইং।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।